তৃণমূলের জাতীয় কর্মসমিতির নাম ঘোষণা তৃণমূল নেত্রীর। সাংবাদিকদের জানিয়ে দিলেন পার্থ ।


খবর বাংলা সংবাদ ওয়েব ডেস্ক :

কলকাতা: কালীঘাটের বৈঠকে জাতীয় কর্মসমিতির ঘোষণা তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের। তাতে দলনেত্রী ছাড়াও ১৯ জনের নাম রয়েছে। তবে পদাধিকারীদের নাম এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি। পরে নাম মনোনীত করবেন তৃণমূল নেত্রী। শনিবার বৈঠক থেকে বেরিয়ে এমনটাই জানালেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

এ দিন বৈঠক থেকে বেরিয়ে পার্থ বলেন, "রেজিস্টার্ড অফিসে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেন। সভানেত্রীর হওয়ার পর পাঁচ-ছ’জনের নাম বলেছিলেন, আপাতত কাজ চালাবেন বলে। আজ ডেকেছিলেন সকলকে। আজ সর্বভারতীয় তৃণমূলের জাতীয় কর্ম সমিতির নাম ঘোষণা করেছেন। পদাধিকারীদের তালিকা প্রকাশ হবে অতি শীঘ্রই। নাম মনোনীত করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।"

নির্বাচন কমিশনে  জানিয়ে দেওয়া হবে। এখন শুধুমাত্র জাতীয় কর্মসমিতি, যা তিনি ঘোষণা করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়, অমিত মিত্র, পার্থ চট্টোপাধ্যায়, শুব্রত বক্সি, সুদীপ বন্দ্যোপাধ্যায়, অভিইষেক বন্দ্যোপাধ্যায়, বুলুচিক বারিক, চন্দ্রিমা ভট্টাচার্য, কাকলি ঘোষ দস্তিদার, সুখেন্দুশেখর রায়, জ্যোতিপ্রিয় মল্লিক, অসীমা পাত্র, মলয় ঘটক, রাজীব ত্রিপাঠী, অনুব্রত মণ্ডল, গৌতম দেব—এই ১৯ জনের নাম মমতা জাতীয় কর্মসমিতির সদস্য হিসেবে ঘোষণা করলেন মমতা। পদাধিকারীর নাম পরে চূড়ান্ত হবে।

Post a Comment

Previous Post Next Post