গরুপাচারকাণ্ডে দেবকে তলব সিবিআইয়ের, ১৫ ফেব্রুয়ারি হাজিরার নির্দেশ।


কলকাতা: এবার গরুপাচারকাণ্ডে নাম জড়াল ঘাটালের সাংসদ দেবের। গরুপাচারকাণ্ডে দেবকে নোটিস পাঠাল সিবিআই। ১৫ ফেব্রুয়ারি নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ। গরুপাচারকাণ্ডে তৃণমূল সাংসদ-অভিনেতাকে সিবিআই নোটিস।গরুপাচারকাণ্ডে দেবকে সিবিআই তলব। সূত্রের খবর, সাক্ষীদের বয়ানে দেবের নাম উঠে এসেছে। একাধিক তথ্য প্রমাণের ভিত্তিতে দেবকে তলব করা হয়েছে।

গরুপাচারকাণ্ডে এর আগে এনামুল হককে গ্রেফতার করা হয়েছিল। তাঁকে জেরা করে গরুপাচারকাণ্ডে জড়িত একাধিক নাম উঠে এসেছিল। যাঁরা এনামুল হকের সঙ্গে কাজ করতেন তাঁদের বয়ানও রেকর্ড করা হয়েছিল সিবিআই-এর তরফে। সিবিআই আধিকারিকরা জানাচ্ছেন, গরুপাচারকাণ্ডের তদন্ত করতে গিয়ে একাধিক সাক্ষীর বয়ানে উঠে এসেছিল দেবের নাম। আর সেই কারণেই নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে দেবকে।

২০২০ সালের নভেম্বর মাস থেকে সিবিআইয়ের (CBI) পর এবার গরু পাচারকাণ্ডে তদন্ত শুরু করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। সূত্রের খবর, গরুপাচারের টাকা কোথায়, কীভাবে, কার হাতে যেত তা খতিয়ে দেখবে ইডি। অন্যদিকে CBI সূত্রে খবর, এই ঘটনায় ধৃত বিএসএফ কমান্ড্যান্ট Satish Kumar-র সিনিয়র অফিসারদের ভূমিকাও খতিয়ে দেখা হবে। দিল্লিতে ইডির (ED) সদর দফতরে এক বৈঠকের পর ঠিক হয়, গরু পাচার কাণ্ডে আর্থিক লেনদেনের বিষয়টি নিয়ে ইডি তদন্ত করছে।

অন্যদিকে, গরু পাচারের কোটি কোটি টাকা ছেলে এবং শ্বশুরের অ্যাকাউন্টে সরাতেন ধৃত বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমার, আদালতে এমনটাই দাবি করেছিল সিবিআই। যদিও সতীশ কুমারের আইনজীবী দাবি করেছেন, আদালতে সিবিআই এই দাবি প্রমাণ করতে পারবে না। সল্টলেকের পাশাপাশি বাড়ি রয়েছে মুর্শিদাবাদ ও দিল্লিতে। বিভিন্ন রাজ্যে ছড়িয়ে আছে বেনামি সম্পত্তি। গরু পাচার কাণ্ডে গ্রেফতার বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমারের এ রকম প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে বলে আগেই সিবিআই সূত্রে দাবি করা হয়েছে। 

সিবিআইয়ের আইনজীবী আরও দাবি করেন, ২০১৫ থেকে ১৭ সালের মধ্যে ধৃত বিএসএফ অফিসার সতীশ কুমারের ছেলের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও বিপুল টাকা ঢুকেছে, তখন তিনি কোনও চাকরি করতেন না। পরে সতীশের ছেলেকে নিজের কোম্পানিতে চাকরি দেন গরু পাচার কাণ্ডের মূল অভিযুক্ত এনামুল হক।

Post a Comment

Previous Post Next Post