১২০ নম্বর ওয়ার্ডে পৌর প্রতিনিধি সুশান্ত ঘোষের তত্ত্বাবধানে চলছে "দুয়ারে সরকার" কর্মসূচি ।


খবর বাংলা সংবাদ ওয়েব ডেস্ক  :

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যুগান্তকারী প্রকল্প "দুয়ারে সরকার" । যে প্রকল্প সাড়া ফেলে দিয়েছে গোটা বিশ্বে। এই কর্মসূচি সরকারি পরিষেবাকে সাধারণ মানুষের দুয়ারে নিয়ে এসে দিয়েছে । কোভিড পরিস্থিতির কারণে এই কর্মসূচি সাময়িক বন্ধ থাকলেও  পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পরই আবারো শুরু হয়ে গিয়েছে "দুয়ারে সরকার" কর্মসূচি এবং সাফল্যের সাথে চলছে রাজ্যের প্রতিটা এলাকায় প্রতিটি ওয়ার্ডে । এই ক্যাম্প গুলিতে সাধারণ মানুষের ঢল চোখে পড়ার মতো । সেই একই ছবি ধরা পরল বেহালার ১২০ নম্বর ওয়ার্ডে । এই ওয়ার্ডের পৌর প্রতিনিধি সুশান্ত ঘোষ এর তত্ত্বাবধানে সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে সমস্ত সরকারি পরিষেবা   । ওয়ার্ডের পৌর প্রতিনিধি সুশান্ত ঘোষ ক্যাম্পে নিজে উপস্থিত থেকে সমগ্র ক্যাম্পটি পরিচালনা করে চলেছেন ।

Post a Comment

Previous Post Next Post