খবর বাংলা সংবাদ ওয়েব ডেস্ক :
কলকাতা পৌরসংস্থার (KMC) বোরো-১৪ এর ১২৯ নম্বর ওয়ার্ডের "মুক্তি এরিয়া লেভেল ফেডারেশন" এর "মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলির" হাতে তুলে দেওয়া হল দেড় লক্ষ টাকা করে ঋণের অনুমোদন পত্র ।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) সহ ইউকো ব্যাংক (UCO BANK) এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) সহযোগিতায় এই ঋণ এর ব্যবস্থা করে দেওয়া হয় এই গোষ্ঠীগুলোকে।
১২৯ নম্বর ওয়ার্ডের এইরকম দশটি স্বনির্ভর গোষ্টিকে আজ তুলে দেওয়া হল এই অনুমোদন পত্র ।।