রত্না চট্টোপাধ্যায়ের অভিনব উদ্যোগে ১৩১ নং ওয়ার্ডে সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত রক্তদান শিবির ।


খবর বাংলা সংবাদ ওয়েব ডেস্ক ::

বেহালা পর্নশ্রীতে ঐতিহাসিক সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত রক্তদান শিবির আয়োজিত হল আজ। ১৩১ নম্বর ওয়ার্ড এর পৌর প্রতিনিধি তথা বেহালা পূর্বের বিধায়িকা রত্না চট্টোপাধ্যায়ের অভিনব এই উদ্যোগ । মহিলাদের দ্বারা আয়োজিত এবং পরিচালিত এই রক্তদান শিবিরে শতাধিক মহিলা রক্তদানের মাধ্যমে তাদের সামাজিক কর্তব্য পালন করলেন  । রক্তদান শিবির আয়োজন থেকে শুরু করে পরিচালনা সবকিছুই সামলেছেন ওয়ার্ড এর সমস্ত মহিলারাই  । মহিলাদের উদ্যোগে এই রক্তদান শিবির কার্যত নজির গড়ে তুলেছে বেহালার বুকে । এই রক্তদান শিবির পরিদর্শনে এসে উপস্থিত হয়েছিলেন মহানাগরিক ফিরহাদ হাকিম।



Post a Comment

Previous Post Next Post