কলকাতা: বিস্ফোরণকাণ্ডের ১১ দিনের মাথায়, আজ এগরার খাদিকুলে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিহত ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী। খাদিকুল গ্রামের অদূরে তৈরি হয়েছে অস্থায়ী হেলিপ্যাড। বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। হেলিপ্যাডের ৫০০ মিটার দূরে সভামঞ্চে খাদিকুল বিস্ফোরণে নিহত ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী। আর্থিক সাহায্য দেওয়ারও কথা রয়েছে তাঁর।
গত ১৬ মে এগরার খাদিকুলে বেআইনি বাজি কারখানায় ভয়ঙ্কর বিস্ফোরণে মৃত্যু হয় মূল অভিযুক্ত ভানু বাগ-সহ ১১ জনের। ঘটনার পরেই খাদিকুলে গিয়ে নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সাহায্য ও আইনি লড়াইয়ে পাশে থাকার বার্তা দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।