আইপিএল জিতেই হাসপাতালে ভর্তি ধোনি! ক্যাপ্টেন কুল-এর হঠাৎ হলটা কী!


গোটা আইপিএল খেলে ফেললেন হাঁটুতে চোট নিয়ে! এম এস ধোনি বলেই সম্ভব! কেউ জানতেও পারল না, ধোনির হাঁটুর চোটের ব্যথা কতটা ছিল!

চাইলে এখান থেকেই তিনি অবসর নিতে পারতেন। আর কী পাওয়ার আছে ধোনির! পাঁচ নম্বর আইপিএল ট্রফি জিতেছেন। সবাই ভেবেছিল, এখান থেকেই তিনি জানিয়ে দেবেন, আর নয়। এবার অবসর। তবে সেটা হল না।


কিছুদিন আগে ইরফান পাঠানের সঙ্গে ধোনির একটি ছবি ভাইরাল হয়েছিল। সেই ছবিতে দেখা গিয়েছিল ধোনির পায়ে আইস প্যাক বাঁধা। আইপিএলের সময়ই তোলা সেই ছবি।

এবার আইপিএলে মাঠে হাঁটুর ব্যথায় ধোনিকে কাতরাতে দেখা গিয়েছিল। তখন অনেকে ভেবেছিলেন, ধোনিকে এবার আর মাঠে হয়তো দেখা যাবে না!

এবার জানা যাচ্ছে, আইপিএল চ্যাম্পিয়ন হয়েই ধোনি ছুটবেন মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে। তাঁর হাঁটুর চিকিৎসার জন্য। কারণ তিনি ভক্তদের কথা দিয়েছেন, আরও একটা আইপিএল মরশুম তিনি খেলবেন।

হাঁটুর চোট সারিয়ে আরও শক্তিশালী হয়ে ফিরতে চাইছেন ধোনি। তাই তড়িঘড়ি হাসপাতালে গিয়ে চিকিৎসা শুরু করতে চান তিনি।

Post a Comment

Previous Post Next Post