সাক্ষী-ভিনেশদের সমর্থনে মিছিলের ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের, যোগ দেবেন বাংলার ক্রীড়াবিদরা।


কুস্তিগিরদের পাশে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাক্ষী মালিক, ভিনেশ ফোগাট, বজরং পুনিয়াদের প্রতিবাদকে স্বীকৃতি দিয়ে মিছিল করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। বুধবার হাজরা থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত মিছিল আয়োজনের ডাক দিয়েছেন তিনি। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের উদ্যোগে বাংলার ক্রীড়াবিদরা একজোট হয়ে এই মিছিলে অংশ নেবেন বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে কুস্তিগিরদের পাশে থাকার বার্তাও দিয়েছেন তিনি।  


Post a Comment

Previous Post Next Post