রথের রশিতে পড়বে টান , মাসির বাড়ি থেকে শ্রী মন্দিরে ফিরবেন জগন্নাথ, আজ উল্টো রথযাত্রা


পুরী : দেখতে দেখতে ৮ দিন পার। বুধবার মাসির বাড়ির আদর-আহ্লাদের মায়া কাটিয়ে নিজ গৃহে ফিরবেন জগন্নাথ-বলরাম-সুভদ্রা। উল্টোরথ। গুণ্ডিচা বাড়ি থেকে পুরীর মন্দিরের উদ্দেশে রওনা দেয় রথ। এটি বহুদা যাত্রা বলেও পরিচিত। বহুদা যাত্রা সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে পুরীজুড়ে নিরাপত্তার বলয় আঁটোসাঁটো। 

পুরীর মন্দির থেকে মাত্র তিন কিলোমিটার দূরেই  গুণ্ডিচা মন্দির। কথিত আছে, এটিই জগন্নাথ দেবের মাসির বাড়ি।  পুরীর মন্দির থেকে বেরিয়ে রথযাত্রা থামে এই গুণ্ডিচা মন্দিরেই। আবার টানা সাতদিন এই গুণ্ডিচা মন্দিরেই বোন সুভদ্রা ও ভাই বলভদ্রকে নিয়ে থাকেন প্রভু জগন্নাথ। তারপর আবার তাঁরা ফিরে আসেন পুরীর শ্রীমন্দিরে। রথের রশিতে টান দিয়ে শ্রী মন্দিরে ফিরিয়ে আনার প্রথাই উল্টো রথযাত্রা।


অগণিত মানুষের বিশ্বাস, রথের রশিতে টান দিলে নাকি সারা জন্মের পাপ কেটে যায় । প্রতিবছরের মতো এই বছরও শ্রীধামে রথযাত্রা ঘিরে ভক্তসমাগম ছিল চোখে পড়ার মতো। আর উল্টো রথযাত্রা দেখতেও লক্ষ লক্ষ  মানুষের ভিড়।  দেবতাদের রথযাত্রা দেখতে মানুষের উন্মাদনা থাকে চোখে পড়ার মতো।  


Post a Comment

Previous Post Next Post