প্রয়োজনীয় বাহিনী না পেলে বাড়বে ভোটের দফা? আজ শুনানি আদালতে


কলকাতা: রাজ্য নির্বাচন কমিশনের চাহিদা মতো বাহিনী পাঠাবে কেন্দ্র? প্রয়োজনীয় কেন্দ্রীয় বাহিনী একলপ্তে না পেলে, ভোটের দফা কি বাড়াবে রাজ্য নির্বাচন কমিশন? আজ কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে ফের মামলার শুনানি।

আজ শুনানি আদালতে: হাইকোর্টের নির্দেশমতো, ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করাতে চায় রাজ্য নির্বাচন কমিশন। এখনও পর্যন্ত ৩৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাওয়া নিশ্চিত। ইতিমধ্যেই রাজ্যে এসেছে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পরে আরও ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর কথা নিশ্চিত করেছে অমিত শাহর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রাজ্যের চাহিদা অনুযায়ী, আরও ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন। কেন্দ্র কি সেই বাহিনী পাঠাবে? পঞ্চায়েত ভোটের বাকি আর ১০ দিন। গ্রাম বাংলার ভোট ঘিরে অশান্তি থেমে নেই। ভোট হিংসায় রাজ্যে ১৯ দিনে মৃত্যু হয়েছে ১১ জনের। প্রায় প্রতিদিনই বিভিন্ন জেলার নানা প্রান্তে গুলি, বোমা চলছে, ঝরছে রক্ত। এই পরিস্থিতিতে কমিশনের আর্জি মতো কেন্দ্র পর্যাপ্ত বাহিনী পাঠাতে না পারলে, পঞ্চায়েত ভোটের দফা বাড়ানো হবে কিনা সেই প্রশ্ন উঠছে। এই পরিস্থিতিতে আজ আদালতের দিকে তাকিয়ে সবপক্ষ।



Post a Comment

Previous Post Next Post