মাঝ আষাঢ়ে মেঘের ঘনঘটা, রাতভর বৃষ্টি কলকাতা সহ সংলগ্ন জেলায়


মাঝ আষাঢ়ে বৃষ্টির দাপট। কলকাতা ও তার লাগোয়া হাওড়া ও দুই ২৪ পরগনায় রাতভর বৃষ্টি। টানা বৃষ্টির জেরে ইতিমধ্যেই কলকাতার বহু জায়গায় জল জমেছে।

রাত দুটো থেকে সকাল ৬টা পর্যন্ত, ৪ ঘণ্টায় গড়িয়ার কামডহরি এলাকায় বৃষ্টি হয়েছে ১১১ মিলিমিটার। বালিগঞ্জে ৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৫৯ মিলিমিটার। রাত দুটো থেকে সকাল ৬টা পর্যন্ত ধাপায় বৃষ্টি হয়েছে ৩৬ মিলিমিটার। তপসিয়ায় বৃষ্টি হয়েছে ৩৭ মিলিমিটার। উল্টোডাঙায় বৃষ্টি হয়েছে ২৫ মিলিমিটার। মোমিনপুরে রাত থেকে ভোর পর্যন্ত ৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ২৪ মিলিমিটার। একই পরিমাণ বৃষ্টি হয়েছে মানিকতলাতেও। ঠনঠনিয়ায় বৃষ্টি হয়েছে ২৩ মিলিমিটার। দত্তবাগানে বৃষ্টি হয়েছে সাড়ে ১৮ মিলিমিটার।

বুধবার থেকে ফের ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতেও। দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে সমান তালে। অন্যদিকে, নিম্নচাপে পরিণত হয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘুর্ণাবর্ত । ওড়িশা ( Odisha ) ও বাংলা ( West Bengal ) উপকূলের এই নিম্নচাপের অভিমুখ ওড়িশা উপকূলের দিকে। এই নিম্নচাপ ক্রমশ উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে ওড়িশার উপর দিয়ে ঝাড়খন্ড পর্যন্ত যাবে আগামী দু দিনে।   

Post a Comment

Previous Post Next Post