মেট্রোয় ঝাঁপ দিয়ে ফের যুগলের আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা


মেট্রোয় ঝাঁপ দিয়ে ফের যুগলের আত্মহত্যার চেষ্টা।  এমজি রোড মেট্রো স্টেশনে দমদমগামী মেট্রোয় ঝাঁপ দেন দু’জনে। যুদ্ধকালীন তৎপরতায় শুরু উদ্ধারকাজ। আপাতত ব্যাহত মেট্রো পরিষেবা।

মেট্রো কর্তৃপক্ষের দাবি, দুপুর ২টো ২৭ নাগাদ এমজি রোড মেট্রো স্টেশনে দাঁড়িয়ে থাকা যুগল দমদমগামী মেট্রোর সামনে ঝাঁপ দেন। তড়িঘড়ি দাঁড়িয়ে পড়ে মেট্রো। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। যুগলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলছে তাঁদের।  

এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়। শুধুমাত্র ময়দান থেকে কবি সুভাষ এবং দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল করে। ২টো ৫৮ নাগাদ ফের পুরোপুরি মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়। ওই যুগলের পরিচয় এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, প্রণয়ঘটিত কারণে আত্মহত্যার চেষ্টা করেন তাঁরা।

Post a Comment

Previous Post Next Post