নিজস্ব প্রতিবেদন (খবর বাংলা সংবাদ) :
ফের তৃণমূলে ফিরতে পারেন শোভন ? রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে ইতিমধ্যেই । বহুদিন ধরেই শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলে যোগ নিয়ে জল্পনা চলছিল ! কিন্তু সূত্রের খবর অনুযায়ী সেই জল্পনা এই মুহূর্তে হতে চলেছে বাস্তব ! সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৪ ই আগস্ট স্বাধীনতা দিবসের প্রাক্কালে বেহালার ম্যান্টনে জাতীয় পতাকা উত্তোলনের মঞ্চে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলের পতাকা হাতে নিতে দেখা যেতে পারে শোভন চট্টোপাধ্যায়কে ! যদি এই জল্পনা সত্য হয় তাহলে বেহালার রাজনৈতিক পরিস্থিতিতে আসতে পারে বড় পরিবর্তন !
প্রসঙ্গত, প্রায় তিন বছর ধরে বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতির অভিযোগে জেলবন্দি । স্বাভাবিকভাবেই তার কেন্দ্র বেহালা পশ্চিম বিধানসভা বিধায়কহীন হয়ে রয়েছে এই মুহূর্তে । ২০২৬ এর বিধানসভা নির্বাচন আর কয়েক মাসের অপেক্ষা তার আগেই বেহালার বুকের এক সময়ের দাপুটে তৃণমূল নেতা শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলে যোগদান তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে !
তাহলে কি বিধানসভা নির্বাচনে বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থী হতে চলেছেন শোভন চট্টোপাধ্যায় !
আপাতত এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা । কিন্তু আদেও কি যোগ দেবেন শোভন চট্টোপাধ্যায় ফের তৃণমূলে ? যদি যোগ দেন তাহলে কি বেহালা পশ্চিমের বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীর দাবিদার থাকবেন তিনি ?
একাধিক প্রশ্ন উঠতে শুরু করলেও এখনই কিছু স্পষ্ট নয় । তৃণমূল কংগ্রেসের তরফে এ বিষয়ে কোনো রকমের আভাস পাওয়া যায়নি এখনো পর্যন্ত ।
কিন্তু বাস্তবে কি হতে চলেছে? তা এখন শুধুই সময়ের অপেক্ষা, সেই দিকেই চোখ থাকবে আমাদের ।
**এই প্রতিবেদন সম্পূর্ণ সূত্রের দেওয়া তথ্যের উপর নির্ভর করে লেখা হয়েছে। এই প্রতিবেদন লেখার উদ্দেশ্য শুধুমাত্র রাজনৈতিক আগাম পরিস্থিতির কিছুটা আভাস সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া । এই প্রতিবেদনে দেওয়া তথ্য অথবা সূত্রের খবর সম্পূর্ণ সঠিক নাও হতে পারে ।