২০২৩ সালের পঞ্চায়েত ভোটে যে দৃশ্যের সাক্ষী থাকল গোটা বাংলা, তা অনেকেরই রাতের ঘুম উড়িয়ে দিয়েছে। কত মায়ের কোল খালি হয়েছে। কত সন্তান পিতৃহারা হয়েছে। কেউ কেউ বা আবার গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভরতি। এমন রক্তাক্ত পঞ্চায়েত ভোট নিয়ে এবার প্রতিবাদে গর্জে উঠলেন জয়জিৎ। কোনওরকম রেয়াত না করেই অভিনেতা সরাসরি তোপ দেগেছেন নির্বাচন কমিশনারের দিকে।
এই ভোট হিংসা নিয়ে জয়জিতের মন্তব্য, “নির্বাচন কমিশনার গোঁফে তা দিচ্ছে। আর কেন্দ্রীয় বাহিনী মাংসভাত খাচ্ছে।” আরেকটি পোস্টে অভিনেতা প্রশ্ন তুলেছেন, “এটা ভোট? তথাকথিত বুদ্ধিজীবীরা পথে নামবেন না?”
প্রসঙ্গত, ভোটে এমন অশান্তির আবহে নির্বাচন কমিশনারের গা-ছাড়া হাবভাব নিয়ে শনিবার প্রতিবাদ করেছিলেন ঋদ্ধি সেন, রুদ্রনীল ঘোষ, ঋত্বিক চক্রবর্তীরা। রাজীব সিনহার ব্যঙ্গাত্মক ছবি এঁকে পোস্ট করেছিলেন রুদ্রনীল। এবার জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ও তাঁকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট করলেন।