টার্গেট এ বার স্লিপার সেল, জম্মু-কাশ্মীরের ১০ এলাকায় চলছে ব্যাপক চিরুনি তল্লাশি


জঙ্গিদের খতম করলেই হবে না, নির্মূল করতে হবে তাদের মদত যোগানো স্লিপার সেলকেও। সেই লক্ষ্যেই শনিবার সকাল থেকে তল্লাশি অভিযান শুরু করেছে জম্মু-কাশ্মীর পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্স শাখা। একই সঙ্গে জঙ্গি নিয়োগ করে এমন মডিউল চিহ্নিত এবং ধ্বংস করার লক্ষ্যও রয়েছে তাদের।

পুলিশ সূত্রে খবর, গান্ডেরবাল, শ্রীনগর, বাডগাম এবং পুলওয়ামার ১০টি এলাকায় একযোগে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। উপত্যকার এই এলাকাগুলিতেই জঙ্গিদের স্লিপার সেল বেশি সক্রিয় বলে খবর। পুলিশ ও নিরাপত্তাবাহিনীর অনুমান, সীমান্তের ওপার থেকে এই এলাকার স্লিপার সেল চালানো হয়। এর মাথায় রয়েছে কুখ্যাত জঙ্গি কমান্ড্যার আবদুল্লাহ গাজি।

জম্মু-কাশ্মীরের স্থানীয় যুবকদের মগজ ধোলাই করে স্লিপার সেল। তার পরে তাদের প্রশিক্ষণ দিয়ে জঙ্গি বানানো হয়। পাশাপাশি জঙ্গিদের খাবার, পোশাক এমনকী স্থানীয় পথেঘাটের সন্ধানও দেওয়া হয় এখান থেকেই। গোয়েন্দা তথ্যে এমনটাই উঠে এসেছে। তাই এ বার স্লিপার সেলগুলোকে সম্পূর্ণ ধ্বংস করতে চাইছে পুলিশ।


Post a Comment

Previous Post Next Post