আবার দুর্ঘটনা ! ফলকনুমা এক্সপ্রেসে আগুন


সেকেন্দ্রাবাদ :  ফের ট্রেনে আতঙ্ক। এবার আগুন লেগে গেল হাওড়া থেকে সেকেন্দ্রাবাদগামী ফলকনুমা এক্সপ্রেসে। শুক্রবার সকালে পাগিদিপল্লি এবং বোমাইপল্লি স্টেশনের মধ্যে ট্রেনটিতে আগুন লেগে যায়। 

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুসার,  এক্সপ্রেসের তিনটি বগিতে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে থামানো হয় ট্রেনটি। যে সমস্ত যাত্রী ট্রেনে ছিলেন, তাঁদের নামিয়ে আনার ব্যবস্থা করা হয়। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।  হাওড়া থেকে দক্ষিণ ভারতগামী বহু যাত্রীর ভরসা এই ট্রেন। 


Post a Comment

Previous Post Next Post