আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতলের সিঁড়ি, আটকে কমপক্ষে ৫৪ বাসিন্দা, চাঞ্চল্য কলকাতায়


ফের খাস কলকাতায় হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বহুতলের সিঁড়ি। আটকে পড়লেন ৫৪ জন। জখম ১। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য বেনিয়াপুর লেন এলাকায়। ঘটনাস্থলে গিয়ে বাসিন্দাদের উদ্ধার করেছে দমকল।

কলকাতা পুরসভার ৬০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ৩ নম্বর গোরাচাঁদ লেন। মূলত বসতি এলাকা। সেখানেই ছিল বহু পুরনো এই বহতলটি। সূত্রের খবর অনুযায়ী, সেখানে কমপক্ষে ১০০ জনের বাস। তবে কারও অবস্থাই বিশেষ ভাল নয়। ফলে বিপজ্জনক ওই বাড়িতেই দীর্ঘদিন ধরে থাকতেন তাঁরা। রবিবার বেলা ১১ টা নাগাদ আচমকা বিপত্তি। হুড়মুড়িয়ে চারতলা থেকে ভাঙতে শুরু করে সিঁড়ি। আতঙ্কে বাসিন্দারা হুড়োহুড়ি শুরু করে দেন নামার জন্য। কেউ কেউ বেরতে পারলেও প্রায় ৫৪ জন আটকে পড়েন।

খবর পেয় ঘটনাস্থলে যায় দমকলের আধিকারিকরা। দীর্ঘক্ষণের চেষ্টায় বাসিন্দাদের সুস্থভাবে উদ্ধার করা গিয়েছে। তবে গুরুতর জখম একজন। তিনি ভরতি ট্রমা কেয়ার সেন্টারে। এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর কাইজার জামিল বলেন,”বহু পুরনো বহুতল। সম্প্রতি চাঁদা তুলে কিছু মেরামতি হয়েছিল। তবে সিঁড়ির কাজ হয়নি। সেখানেই ঘটল বিপত্তি।” জানা গিয়েছে, মেরামতির কাজের পর ফের বাসিন্দাদের বাড়িতে ফেরানো হবে। 



Post a Comment

Previous Post Next Post