জেরুজালেম : দক্ষিণ ইজরায়েলে তাণ্ডব চালাচ্ছিল হামাস। শুক্রবার ঠিক সেই সময় গাজা উপত্যকায় তাদের প্রথম অভিযান চালায় ইজরায়েলের পদাতিক বাহিনী। এই পরিস্থিতিতে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু বলেছেন, "সবে প্রত্যাঘাত শুরু হল।" সপ্তাহখানেক আগে হামাস ইজরায়েলের শহর থেকে গ্রামে একের পর এক হামলা চালিয়ে ১৩০০-র বেশি মানুষকে হত্যা করে। যার অধিকাংশই সাধারণ নাগরিক এবং অনেককে পণবন্দি করে রাখা হয়। তার পর থেকেই হামাস ধ্বংস করে দেওয়ার শপথ নিয়েছে ইজরায়েল।
হামাস পরিচালিত গাজা উপত্যকায় রয়েছেন ২৩ লক্ষ প্যালেস্তিনীয়। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সেই গাজা অবরুদ্ধ করে রেখেছে ইজরায়েল। মাঝেমধ্যেই আকাশপথে অতর্কিতে হামলা চালাচ্ছে। যার জেরে ১৯০০ মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে গাজা প্রশাসন। প্রাণহানি এড়াতে গাজার উত্তর প্রান্তের ১০ লক্ষের বেশি মানুষকে সতর্ক করে দক্ষিণে চলে যেতে বলে ইজরায়েল। কিন্তু হামাস বাসিন্দাদের উদ্দেশে বার্তা পাঠিয়েছে, 'শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করা হবে। তাই আপনারা নিজের জায়গা ছাড়বেন না।'
পাল্টা বিবৃতি দিয়ে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু হুঙ্কার ছেড়েছেন, "আমাদের শত্রুরা সবে মূল্য চোকাতে শুরু করেছে। কী ঘটতে চলেছে বোঝাতে পারব না। কিন্তু, মিলিয়ে নেবেন, এটা সবে শুরু। ক্ষমা আমরা করব না। ইহুদিদের উপর এই ভয়ঙ্কর পরিস্থিতি চাপিয়ে দেওয়ার বিষয়টি আমরা বিশ্বকে ভুলতে দেব না। নিয়ন্ত্রণহীন ক্ষমতা প্রয়োগ করে শত্রুদের মোকাবিলা করব।"