লোকসভা ভোটের আগে প্রচারে শান, নতুন বছর থেকে একগুচ্ছ কর্মসূচি মুখ্যমন্ত্রীর




নতুন বছরে একগুচ্ছ কর্মসূচি নিয়ে ময়দানে নামছে রাজ্যের শাসকদল তৃণমূল (TMC)। লোকসভা ভোটের প্রচার শুরু হচ্ছে আপাতত ছোট ছোট পথসভা, জনসভা দিয়ে। এছাড়া আগামী ২৭ তারিখ উত্তর ২৪ পরগনার চাকলায় লোকনাথধামে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এর পর আগামী ১ জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। প্রতি বছরের মতো ওই দিন আলাদা কর্মসূচি রয়েছে দল ও দলনেত্রীর।

লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) আগে জেলায় জেলায় জোরদার কর্মসূচিতে নামছে তৃণমূল। কোনও এলাকার মানুষ যাতে বাদ না পড়ে সেইভাবে কর্মসূচি সাজাতে বলা হয়েছে দলকে। এর মধ্যে জন-পরিষেবা দেওয়ার কাজও শুরু করে দিয়েছেন মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়। দার্জিলিং, আলিপুরদুয়ার-সহ পাহাড়, ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকায় পরিষেবা প্রদানের কাজ ইতিমধ্যে সেরে এসেছেন মুখ‌্যমন্ত্রী। একবার ভোট ঘোষণা হয়ে গেলে পরিষেবা দেওয়ার কাজ আটকে যেতে পারে। সেই কারণেই জানুয়ারি, ফেব্রুয়ারির মধ্যে প্রায় সমস্ত জেলা ঘুরে একদিকে পরিষেবা প্রদান ও তার সঙ্গে জনসংযোগের কাজ সারবেন মুখ‌্যমন্ত্রী।

মুখ‌্যমন্ত্রীর গঙ্গাসাগর (Gangasagar) সফর রয়েছে এই পর্বেই। তার পর রয়েছে বইমেলা পর্ব। আগামী ১৮ জানুয়ারি বইমেলার উদ্বোধন করবেন তিনি। সেসব মিটিয়ে আবার উত্তরবঙ্গ সফরে যাবেন মুখ‌্যমন্ত্রী। কোচবিহার, জলপাইগুড়ি-সহ আরও কিছু জেলা সেরে যাওয়ার কথা বাঁকুড়া, পুরুলিয়া। পাশাপাশি দলের রাজ‌্য সভাপতি সুব্রত বক্সির নির্দেশে নতুন বছরের একাধিক কর্মসূচি চলবে রাজ‌্যজুড়ে। তার সঙ্গেই গিয়েছে সাসপেনশনের প্রতিবাদে রাজ‌্যজুড়ে কর্মসূচির তালিকা। মূলত অন‌্যায়ভাবে বিরোধী সাংসদদের সাসপেন্ড করার কথা নিজেদের কর্মসূচিতে জানাতে হবে।

Post a Comment

Previous Post Next Post