সংসদে হামলার বর্ষপূর্তিতেই ‘স্মোক অ্যাটাক’। তা নিয়ে চলছে জোর চাপানউতোর। আর এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে রাজ্য বিধানসভায় নিরাপত্তা আরও জোরদার করার ভাবনা। বিধানসভায় বাড়তি নিরাপত্তারক্ষী নিয়োগ করা হবে বলেই জানালেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, “আমাদের বিধানসভা অধিবেশন চলাকালীন কলকাতা পুলিশের আধিকারিকদের সঙ্গে বৈঠক হয়। প্রশিক্ষণ দেওয়ার পর অতিরিক্ত নিরাপত্তাকর্মী বিধানসভায় নিয়োগ করা হয়। অন্যান্য সময় কোনও বিশেষ অনুষ্ঠান হলেও অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়। স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ের সময় আমাদের নিরাপত্তারক্ষীরাই থাকেন। এছাড়া যে সমস্ত শূন্যপদ রয়েছে সেখানে দ্রুত নিরাপত্তারক্ষী নিয়োগ করা হবে।”
উল্লেখ্য, বুধবার অধিবেশন চলাকালীন লোকসভায় আতঙ্ক ছড়ায়। আচমকা সেখানে ঢুকেন পড়ে চার অভিযুক্ত। তাঁদের কাছে গ্যাস ছোড়ার সরঞ্জাম ছিল। যা দিয়ে সংসদ কক্ষে হলুদ ধোঁয়া ছড়ায় তাঁরা। সঙ্গে ‘জয় ভীম’ স্লোগান দেন। গোটা ঘটনায় নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তুলেছেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার প্রমুখ।
এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। তিনি বলেন, “দিল্লি পুলিশ তদন্ত শুরু করেছে। তবে আমদের চিন্তা ছিল ওই ধোঁয়া নিয়ে। তা কী ছিল বা কেমন ছিল। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সেই ধোঁয়ায় বিশেষ কোনও কিছু ছিল না। তা প্রতিবাদ করার জন্যই ব্যবহার হয়েছিল। ফলে আতঙ্কের কারণ নেই।” পাশাপাশি সাংসদদের সচিবদের আপাতত সংসদে ঢোকায় নিষেধাজ্ঞা জারি হয়েছে।