এ বার সব পুজো কমিটি পাবে না অনুদান, বড় নির্দেশ কলকাতা হাই কোর্টের


পুজোর অনুদান নিয়ে মামলা হয়েছিল হাই কোর্টে। বড় নির্দেশ আদালতের। বুধবার আদালত জানিয়ে দিল, যারা গত বছর পুজোর পর বেঁধে দেওয়া সময়ের মধ্যে টাকা খরচের হিসেব দিয়েছে, এই বছরে সেই সব ক্লাবই শুধু অনুদানের টাকা পাবে। আর এই বছর অনুদানের টাকা পাওয়ার পরের এক মাসের মধ্যে তার হিসেবও দিতে হবে আদালতে। এ দিন বিচারপতি সুজয় পাল ও স্মিতা দাস দের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়।

যদিও রাজ্যের দাবি, গত বছরের অনুদান নেওয়া গোটা রাজ্যের ক্লাবগুলির মধ্যে মাত্র ৩টে ক্লাব হিসেব দেয়নি। তারা শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এলাকার।

পাল্টা মামলাকারীর আইনজীবীর দাবি, এই হিসেব দু’দিন আগে দেওয়া হয়েছে। আদালত এই মামলায় কড়া মনোভাব নেওয়ার পরে আনানো হয়েছে হিসেব। কোনও ভাবেই তা সময়ের মধ্যে আসেনি। যদি আদালতের নির্দেশ মানতে হয়, তা হলে এবার অন্তত ১০ হাজার ক্লাবের অনুদান পাওয়ার কথা নয়।

Post a Comment

Previous Post Next Post