দরজায় আটকে মহিলার পোশাক, চলতে শুরু করল মেট্রো! মর্মান্তিক মৃত্যু যাত্রীর





পোশাকের অংশ আটকে গিয়েছিল মেট্রোর দরজায়। আর সেই অবস্থাতেই চলতে শুরু করল ট্রেন। এর পরই বেসামাল অবস্থায় রেললাইনে পড়ে গিয়ে মৃত্যু হল এক মহিলার। ঘটনাস্থল থেকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওই মহিলা। দিল্লি মেট্রো সাক্ষী হল এমনই এক মর্মান্তিক ঘটনার।

জানা যাচ্ছে, নিহত মহিলার নাম রিনা। গত বৃহস্পতিবার তিনি গন্তব্য মোহননগরে যাওয়ার পথে ইন্দ্রলোক স্টেশনে নেমে ট্রেন বদল করছিলেন। কিন্তু তখনই ঘটে যায় ওই দুর্ঘটনা। যতদূর ধারণা করা হচ্ছে, মেট্রোয় ওঠার সময়ই তাঁর পোশাকের অংশ আটকে যায় দরজায়। তাতেই ঘটে যায় বিপত্তি। সফদরজং হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। দুদিন ধরে চলে জীবন-মৃত্যুর লড়াই। চিকিৎসকরা অনেক চেষ্টা করলেও শেষ পর্যন্ত শনিবার তাঁর প্রয়াণ ঘটে।

স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, কেন যাত্রীর পোশাকের অংশ আটকে থাকা অবস্থায় চলতে শুরু করল মেট্রো? ইতিমধ্যেই অভ্যন্তরীণ নির্দেশের নির্দেশ দিয়েছেন মেট্রো রেল কর্তৃপক্ষ। অপরাধ প্রমাণিত হলে কড়া শাস্তি হবে বলে জানানো হয়েছে। এখনও দিল্লি পুলিশ এই বিষয়ে কোনও মন্তব্য করেনি।



Post a Comment

Previous Post Next Post