আজই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী, I.N.D.I.A বৈঠকের পরেই মোদি-মমতা সাক্ষাৎ




কলকাতা: উনিশে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র (I.N.D.I.A) বৈঠক আর বিশে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ (Mamata-Modi Meeting)। একগুচ্ছ কর্মসূচি নিয়ে আজই দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দুপুরের বিমানে রওনা হবেন রাজধানীর উদ্দেশে(Delhi)।

মঙ্গলবার বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তার আগে আগামীকাল দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সকাল ১১টায় সংসদ ভবনে বৈঠক। ১০০ দিনের কাজ, আবাস যোজনা, গ্রামীণ সড়ক যোজনা-সহ কেন্দ্রের কাছে ১ লক্ষ ১৫ কোটি টাকা পাওনা রয়েছে বলে দাবি করেছে রাজ্য। প্রধানমন্ত্রীর কাছে রাজ্যের দাবি-দাওয়া পেশ করবেন মুখ্যমন্ত্রী (CM)।


Post a Comment

Previous Post Next Post