খবর বাংলা সংবাদ ডিজিটাল :- আফগানিস্তানের বিপক্ষে ভারতের তৃতীয় টি২০-তে আবেগের মহাযুদ্ধের সাক্ষী থেকেছে দুই দলের ক্রিকেটার থেকে সমর্থকরা। সুপার ওভারে সঞ্জু স্যামসনের ছোঁড়া বল নবির গায়ে লেগে অন্য নিশানায় চলে যায় বল। সেই ফাঁকে দুই রান অতিরিক্ত নিয়ে নেন সিনিয়র আফগান তারকা মহম্মদ নবি। যে ঘটনায় সরাসরি অসন্তোষ প্রকাশ করেন রোহিত শর্মা। লং অনে দাঁড়িয়ে থাকা বিরাট কোহলিও স্পষ্টভাবে নিজের আপত্তি জানান। রোহিতকে দেখা যায়, আম্পায়ার তো বটেই নবির সঙ্গেও উত্তেজিত হতে কথাবার্তা চালাতে।
এতে বাইশ গজে ফের একবার স্পিরিট অফ ক্রিকেট প্রসঙ্গ উঠে এসেছে। নবি কি নিয়মের ফাঁক গলে অতিরিক্ত দুই রান নিয়ে ঠিক করলেন, প্ৰশ্ন উঠে গিয়েছে। এই বিষয়েই সরাসরি অশ্বিন নিজের ইউটিউব চ্যানেলে মতামত ব্যক্ত করেছেন। বলে দিয়েছেন, আফগান তারকা নিয়মের মধ্যেই যা করার করেছেন। বিস্ফোরকভাবে টিম ইন্ডিয়ার বিপরীতে গিয়ে দলেরই অফস্পিনার জানিয়েছেন, “রান আউট এড়ানোর জন্য আমি দৌড়াচ্ছি। যদি থ্রো আমার গায়ে লেগে অন্যত্র চলে যায়, তাহলে আমি নিয়মের মধ্যে থেকেই রান নিতে পারব। স্পিরিট অফ ক্রিকেট ? আবার? দুঃখিত আমি এই বিষয়ে।”
“এর জন্য একটি সহজ ব্যাখ্যাই যথেষ্ট। একজন বোলার বোলিং করছে শুধু আপনার উইকেট নেওয়ার জন্য। আপনি যদি সেই বলটি হিট করেন তবেই আপনি রান করতে পারবেন। যখন বল প্যাডে আঘাত করে, তখন লেগ বাই হয়। যখন বল আপনার শরীরের সাথে স্পর্শ করে না, এবং কিপার বলের নাগাল পায় না, সেটা বাই হয়।”
“বল ক্রিজের বাইরে গেলে ওয়াইড হয়। বোলার যখন পা স্ট্রেচ করে, তখন তা নো-বল হয়। সব কিছুই ঘটে যখন বোলার কারোর উইকেট নেওয়ার চেষ্টা করে এবং সেই সঙ্গে ডেলিভারি থেকে রান নেয় ব্যাটাররা। একইভাবে, একজন ফিল্ডার যখন থ্রো করেন, তাঁর উদেশ্য নিশ্চয় আউট করা?”