খবর বাংলা সংবাদ ওয়েব ডেস্ক : দমদমে অজ্ঞাত পরিচয় এক মহিলার বস্তাবন্দি আধপোড়া মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য।
দমদম ক্যান্টনমেন্ট এক নম্বর রেলগেট সংলগ্ন জ্যোতিনগরে বছর ৩০-র এক অজ্ঞাত পরিচয় মহিলার বস্তাবন্দী অবস্থায় আধপোড়া দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। ঘটনাস্থলে ব্যারাকপুর কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকেরা। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ ওই অজ্ঞাত পরিচয় মহিলার নাম পরিচয় জানার প্রচেষ্টা চালাচ্ছে। পাশাপাশি কে বা কারা রাস্তার পাশে দেহটি ফেলে রেখে গিয়েছে তা এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জানার চেষ্টা করছে। একটি কলোনীর রাস্তায় বস্তাবন্দি দেহ ফেলে দেওয়া হলো এবং তাতে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হলো সেই নিয়েই রহস্য ঘনীভূত হচ্ছে।