লোকসভার আগে ১২ হাজার কিমি রাস্তা, সাড়ে ৮ লক্ষ জব কার্ড হোল্ডারের কর্মসংস্থান, ঘোষণা মুখ্যমন্ত্রীর




গত ১৩ বছরে রাজ্যের রাস্তার হাল হকিকত বদলে গিয়েছে। গ্রামে গ্রামে তৈরি হয়েছে বাঁধানো রাস্তা। তবু কিছু-কিছু অভিযোগ থেকেই গিয়েছে। লোকসভা ভোটের আগে সেই সামান্য অভাব-অভিযোগ মিটিয়ে দিতে উদ্যোগী রাজ্য সরকার। আরও ৪ হাজার কোটি টাকার গ্রামীণ রাস্তা তৈরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিপূর্বে পথশ্রী প্রকল্পে ১১ হাজার কিলোমিটার রাস্তা তৈরি করেছে রাজ্য। 

জয়নগরের প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী জানালেন, রাজ্যে তৈরি হবে ১২ হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তা। আর এই রাস্তা তৈরি করতে কাজ পাবেন অন্তত সাড়ে ৮ লক্ষ জব কার্ড হোল্ডার। তৈরি হবে ২ কোটি ৫৭ লক্ষ কর্মদিবস। একই সঙ্গে এদিন দক্ষিণ ২৪ পরগনার জন্য ৭০০ কোটি টাকার প্রকল্প ঘোষণা করলেন মমতা। লোকসভা ভোটের আগে দক্ষিণ ২৪ পরগনার জন্য কার্যত কল্পতরু মুখ্যমন্ত্রী। জেলার জন্য মঙ্গলবার বেশকিছু প্রকল্প উদ্বোধনও করেন।

শীতকাল মানেই জয়নগরের মোয়া। শীতকালে মোয়া খায় না, এমন বঙ্গবাসী খুঁজে পাওয়া দায়। এবার সেই সমস্ত মোয়াপ্রেমীদের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আড়াই কোটি টাকা খরচে জয়নগরে তৈরি হচ্ছে মোয়া হাব। ইতিমধ্যে সেই মোয়া জিআই ট্যাগ পেয়েছে। এবার সেই মোয়ার জন্য় হাব তৈরি হচ্ছে। মিলবে কর্মসংস্থানও। এদিন মুখ্যমন্ত্রীর কথায় উঠে এসেছে সুন্দরবনের মধুর জিআই ট্যাগের কথাও। মোয়া ও মধুর এই জিআই ট্যাগ দক্ষিণ ২৪ পরগনার মুকুটে নতুন দুই স্বর্ণপালক বলে মনে করছেন মুখ্যমন্ত্রী। জিআই ট্যাগই দক্ষিণ ২৪ পরগনার এই দুই পণ্যই বিশ্বখ্যাত করেছে। 


Post a Comment

Previous Post Next Post