IPL খেলতে পারবেন আফগান তারকা, খুশির হাওয়া কলকাতা নাইট রাইডার্স শিবিরে


খবর বাংলা সংবাদ ডিজিটাল :- আফগানিস্তান ক্রিকেট বোর্ডের একটা সিদ্ধান্তে আইপিএলের দলগুলোর মধ্যে সমস্যার তৈরি হয়ে গিয়েছিল। আফগানিস্তান ক্রিকেট বোর্ড ফজলহক ফারুকি, মুজিব উরহ রহমান ও নবীন উল হককে সাসপেন্ড করেছিল আন্তর্জাতিক টি-২০ লিগ খেলার জন্য। জাতীয় দলের ম্যাচ না খেলে বিদেশের টি-২০ লিগ বেশি খেলার জন্য তাঁদের NOC ও কেন্দ্রীয় চুক্তিতে কোপ দিয়েছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। যার ফলে তাঁদের আইপিএলে খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছিল।

নিষেধাজ্ঞা পাওয়ার পর তিন প্লেয়ার বোর্ডের কাছে আবেদন করে জাতীয় দলের হয়ে খেলার ব্যাপারে। তাঁরা জাতীয় দলের হয়ে খেলতে চান। যার ফলস্বরূপ কিছু প্লেয়ারকে সংযুক্ত আরব আমিরশাহী ও কিছু প্লেয়ারকে ভারতের বিরুদ্ধে খেলার জন্য সুযোগ দেওয়া হয়। নিষেধাজ্ঞার পর তিন প্লেয়ার খেলতে চাওয়ায় তাঁদের উপর চাপানো নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এতে হাসি ফুটতে বাধ্য আইপিএল দলগুলোর মুখে।

জানা গিয়েছে, ACB-র পক্ষ থেকে তিন প্লেয়ারের NOC কিছু শিথিল করা হয়েছে। ACB-র নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ফজলহক ফারুকি, মুজিব উর রহমান ও নবীন উল হককে বিদেশি টি-২০ লিগে কিছু সংখ্যক ম্যাচ খেলার অনুমতি দেওয়া হবে। এরপাশাপাশি তাদের কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্তও করা হবে। তবে তাদের মাসিক বেতন ও ম্যাচপিছু বেতন পুরোটা দেওয়া হবে না, তাতে কিছু কাটছাঁট করা হবে। এরপাশাপাশি তাদের সতর্ক করা হয়েছে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না হয় সেটার নির্দেশ দেওয়া হয়েছে।

খেলতে পারবেন IPL-এ?
ফজলহক ফারুকি, নবীন উল হক ও মুজিব উর রহমান তিনজনই এবার IPL খেলছেন। এদের মধ্যে ফজলহক ফারুকি ও নবীন উল হককে ধরে রেখেছে তাদের দল যথাক্রমে সানরাইজার্স হায়দরাবাদ ও লখনউ সুপার জায়ান্টস। অন্যদিকে মুজিব উর রহমানকে নিলাম থেকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। যেহেতু তাদের উপর NOC-র নিয়ম শিথিল করা হয়েছে তার মানে তাঁরা IPL খেলতে পারবেন। কারণ ভারতীয় লিগ থেকে যেই পরিমাণ টাকা আফগান প্লেয়াররা উপার্জন করে থাকেন সেটা বাকি লিগগুলোর থেকে বেশি। পাশাপাশি আফগানিস্তান ক্রিকেটের সঙ্গে ভারতের সম্পর্ক অনেক ভালো। আফগানরা সেই সম্পর্ক খারাপ করতে চাইবে না। ফলে মনে করা হচ্ছে KKR, SRH ও LSG-কে আর নতুন করে প্লেয়ার খুঁজতে হবে না এই তিনজনের বিকল্প হিসেবে।

Post a Comment

Previous Post Next Post