নয়া ‘আবদার’ পার্থর, এবার বাড়ি বসে চিকিৎসা করাতে চান জেলবন্দি প্রাক্তন মন্ত্রী




শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বার বার জামিনের আবেদন করেছেন। তা খারিজও হয়ে গিয়েছে। শিক্ষক দুর্নীতি মামলায় গ্রেপ্তারির পর বছর দেড়েক কেটে গেলেও মেলেনি জামিন। এবার আজব ‘আবদার’ পার্থ চট্টোপাধ্যায়ের(Partha Chatterjee)। বাড়ি বসে চিকিৎসা করার আর্জি প্রাক্তন শিক্ষামন্ত্রীর। 

বুধবার পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী জানান, “আমার মক্কেলের জয়েন্টে সমস্যা। হাই সুগার। কিডনির সমস্যা দীর্ঘদিনের। মেডিক্যাল বোর্ডের পরামর্শ ছিল নিয়মিত রক্তপরীক্ষা করার। গত ৯ মাসে রক্তপরীক্ষা হয়নি। জেলে চিকিৎসা হচ্ছে না। যেভাবে চিকিৎসা হওয়া দরকার, সেটা হচ্ছে না।”

আইনজীবীর বিস্ফোরক দাবি, “দিনের পর দিন বিনা চিকিৎসায় রয়েছেন পার্থ। হেফাজতে রয়েছেন। তবে তদন্ত হচ্ছে না। প্রথম থেকেই আমার মক্কেল তদন্তে সহযোগিতা করেছেন। সাহায্য করিনি এরকম কোনও রিপোর্ট নেই।” আরও একবার জামিনের আবেদন জানান পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। বলেন, “আমার মক্কেলের বাড়ি নেতাজিনগর থানা এলাকায়। অর্থাৎ এই আদালতের এলাকার মধ্যেই পড়ে। তাই যে কোনও শর্তে জামিন দেওয়া হোক।” এর পরই কার্যত আবদারের সুরে পার্থ বলেন, “বাড়িতে বসেই চিকিৎসা করতে চাই।” প্রাক্তন মন্ত্রীর দাবিপূরণ হয় কিনা, সেটাই এখন দেখার।


Post a Comment

Previous Post Next Post