অযোধ্যায় কাল প্রাণ প্রতিষ্ঠা রামলালার! ‘বিশেষ সেবা’ পাঠালেন সুকান্ত মজুমদার


খবর বাংলা সংবাদ ডিজিটাল :- আগামিকালই বহু প্রতীক্ষিত রাম মন্দিরের উদ্বোধন উত্তর প্রদেশের অযোধ্যায়। রাম মন্দিরের  উদ্বোধনকে কেন্দ্র করে দেশজুড়ে উন্মাদনা চোখে পড়ার মতো। রাজ্যে রাজ্যে এই রাম মন্দিরের উদ্বোধন ঘিরে হিন্দুত্ববাদী সংগঠনগুলির একাধিক কর্মসূচি নজর কাড়ছে। বিভিন্ন রাজ্য থেকে রাম মন্দিরের জন্য নানা সামগ্রী পাঠাচ্ছেন রাম-ভক্তরা। এবার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও অযোধ্যায় তাঁর সেবার দান-সামগ্রী পাঠালেন।

এদিন এক্স হ্যান্ডেলে সুকান্ত মজুমদার লিখেছেন, “মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় আজ প্রভু শ্রী রামের সেবায় বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ হিসেবে দক্ষিণ দিনাজপুর জেলা থেকে অযোধ্যায় ১১০০ কেজি গোবিন্দভোগ চাল পাঠালাম… জয় শ্রী রাম।”

সোমবার ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে চলেছে গোটা দেশ তথা বিশ্ব। বহু প্রতীক্ষিত রাম মন্দিরের শুভ উদ্বোধন হতে চলেছে আগামিকাল। কালই ভগগান শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হবে মন্দিরের গর্ভগৃহে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতেই প্রাণ প্রতিষ্ঠা রামচন্দ্রের। গেটা দেশ থেকে সাধু-সন্তরা উপস্থিত থাকবেন ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণের সাক্ষী থাকতে।

দেশের তাবড় ব্যক্তিত্বকে আগামিকাল রাম মন্দিরের শুভ উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রখ্যাত শিল্পপতি থেকে শুরু করে বলিউডের  একাধিক অভিনেতা-অভিনেত্রীরা যেমন কাল অযোধ্যায় থাকবেন, তেমনই অমিত শাহ , উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ  থেকে শুরু করে মোদী মন্ত্রিসভার সদস্যরাও থাকবেন ঐতিহাসিক শুভক্ষণের সাক্ষী থাকতে।

এদিকে রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে ভারতের বাইরেও রীতিমতো উৎসবের আবহ তৈরি হয়েছে। বিশ্বব্যাপী হিন্দু সম্প্রদায়ের মধ্যে ২২ জানুয়ারি রাম মন্দিরের শুভ উদ্বোধনকে কেন্দ্র করে করে উৎসাহ-উদ্দীপনার ছবি ধরা পড়েছে।

রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানটি নিউ ইয়র্কের আইকনিক টাইমস স্কোয়ার সহ প্রায় আমেরিকার ৩০০টি স্থানে সরাসরি সম্প্রচার করা হবে। প্যারিসের আইফেল টাওয়ারও ‘প্রাণ প্রতিষ্ঠা’ দিবস উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে। এরই পাশাপাশি ইভেন্টটি ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা এবং মরিশাসে ব্যাপকভাবে সম্প্রচার করা হবে।

Post a Comment

Previous Post Next Post