রামমন্দির উদ্বোধনের দিন রাজ্যেও চাই ছুটি, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি সুকান্তর



রামমন্দির উদ্বোধনের দিন অর্ধদিবস ছুটি পাবেন কেন্দ্র সরকারি কর্মচারীরা। এ বার রাজ্যেও ওইদিন ছুটি ঘোষণার দাবি তুলল বিজেপি। অর্ধদিবস নয়, রাজ্যে আগামী ২২ জানুয়ারি পূর্ণদিবস ছুটি ঘোষণার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে সুকান্তর দাবি, “চলতি বছরের জন্য আপনার বিশেষ অধিকারে একটি বাড়তি ছুটি উপহার দিন রাজ্যবাসীকে। এ বিষয়ে আমি আপনার সদুত্তর প্রার্থনা করি।” বিজেপির রাজ্য সভাপতি চিঠিটি সোশাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, “পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি লিখিত অনুরোধ করেছি যেন উনি রাজ্যের প্রশাসনিক প্রধান হিসাবে আগামী ২২ জানুয়ারি ২০২৪-এর পবিত্র দিনে সরকারিভাবে ছুটি ঘোষণা করেন। এর ফলে বাংলার নতুন প্রজন্ম ভারতের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ হয়ে উঠতে পারবে এবং তাদের মন ভারতীয় গরিমায় প্লাবিত হবে।”

উল্লেখ্য, বৃহস্পতিবারই কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ২২ জানুয়ারি অর্ধদিবস ছুটি (Half day holiday) পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। ওইদিন সমস্ত কেন্দ্রীয় সরকারি অফিস, সুপ্রিম কোর্ট, বিভিন্ন হাই কোর্ট, বিভিন্ন মন্ত্রকে অর্ধদিবস ছুটি থাকবে। এর আগে উত্তরপ্রদেশ ওই দিন পূর্ণদিবস (Holiday) ছুটি ঘোষণা করেছে। রাজস্থান, অসম, ছত্তিশগড়, উত্তরাখণ্ডের মতো বিজেপি শাসিত রাজ্যও একই পথে হেঁটেছে।

ওই বিজেপি শাসিত রাজ্যগুলির মতো বাংলাতেও মন্দির উদ্বোধনের দিন ছুটি চাইছে বিজেপি। এটা বিজেপির কৌশলী চাল। যদি মুখ্যমন্ত্রী এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন, তাহলে তাঁকে ফের হিন্দুবিরোধী হিসাবে দেগে দেওয়ার ছক কষছে গেরুয়া শিবির।



Post a Comment

Previous Post Next Post