প্রবল শীতে কাঁপছে কলকাতা, রাতারাতি ৩ ডিগ্রি নেমে আজ শীতলতম দিন !




কলকাতা : মরশুমের শীতলতম দিন আজ, সোমবার। কলকাতায় পারদ এক ধাক্কায় নেমে গিয়ে হল ১২ ডিগ্রি।  এর আগে ১৩ই জানুয়ারি ১২ ডিগ্রির সেলসিয়াস এ নেমেছিল কলকাতার তাপমাত্রা। এবার  কলকাতায় এক রাতে প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে গেল। রাজ্য জুড়েই কমছে তাপমাত্রা। আগামী ২৪ ঘন্টা একই রকম পরিস্থিতি থাকবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের । মঙ্গলবারের পর থেকেই আবহাওয়া পরিবর্তন হতে পারে বলা মনে করা  হচ্ছে। আগামী ২৪ জানুয়ারি বৃষ্টি শুরুর সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার থেকে ঠাণ্ডায় কাঁপবে উত্তরবঙ্গের পাহাড় থেকে সমতল। হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গে। দুই এক জায়গায় বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা দাপট বজায় থাকবে। দক্ষিণবঙ্গের চার জেলায় কুয়াশার জালেই কাটবে দিন। বাকি জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।

মঙ্গলবারের পর থেকেই আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত রয়েছে উত্তরবঙ্গেও । বুধবার রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গের উপরের দুই জেলা এবং দক্ষিণবঙ্গের উপকূলের এ জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে খুব হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে সিকিমে বৃষ্টি ও তুষারপাত হতে পারে । আর তার প্রভাব পড়তে পারে দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায়।

কলকাতায় সোমবার  শীতের এই মরসুমে শীতলতম দিন। উত্তুরে হাওয়ার দাপট রবিবার রাত থেকেই প্রবল । কলকাতায় সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১২.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি কম। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস নীচে। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৬৩ থেকে ৯৫ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১২ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াস।  





Post a Comment

Previous Post Next Post