খবর বাংলা সংবাদ ডিজিটাল :- সময়টা ১৯৪৯। তার ২২-২৩ ডিসেম্বর রাতে বাবরি মসজিদে একটি রাম লালা মূর্তি পাওয়া যায়। যা সরানোর নির্দেশ দিয়েছিলেন জওহরলাল নেহেরু। কিন্তু, দেশভাগ এবং দাঙ্গার ক্ষত থেকে জন্ম নেওয়া দেশে প্রধানমন্ত্রী নেহরুর কথা মান্য করা হয়নি। প্রধানমন্ত্রীর নির্দেশ শুধুমাত্র তৎকালীন জেলা ম্যাজিস্ট্রেট কেকে নায়ার এবং শহরের ম্যাজিস্ট্রেট গুরু দত্ত সিং-ই নয়, ফৈজাবাদের কংগ্রেস নেতারাও অমান্য করেছিলেন।