চিনে এক স্কুলের হোস্টেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, কয়েক মিনিটেই চলে গেল ১৩টা তরতাজা প্রাণ


খবর বাংলা সংবাদ ডিজিটাল :- চিনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশে একটি স্কুলের ছাত্রাবাসে আগুন লেগে ১৩ জনের মৃত্যু হয়েছে। চিনা সরকারি বার্তা সংস্থা সিনহুয়া শনিবার এই খবর জানিয়েছে। রিপোর্ট অনুযায়ী, হেনানের ইয়ানশানপু গ্রামের ইংকাই স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে গতকাল রাতে। আগুন লাগার খবর পেয়ে স্থানীয় দমকল বিভাগ রাত ১১টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছে যায়। দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে ১৩টা তরতাজা প্রাণ শেষ হয়ে যায়। ঘটনায় একজন গুরুতর আহত হয়েছে বলে জানা গিয়েছে। 

রিপোর্টে বলা হয়েছে, ১১টা নাগাদ ফোন পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে ১১টা ৩৮ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। এরপর একে একে ১৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয় ঘটনাস্থল থেকে। এদিকে আহত পড়ুয়াকেও উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অগ্নিকাণ্ডে দগ্ধ সেই পড়ুয়া আপাতত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গিয়েছে। আঘাত গুরুতর হলেও তার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। এদিকে ঠিক কী কারণে এই আগুন লেগেছে, তা জানা যায়নি। এই আবহে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। স্কুলের সঙ্গে যুক্ত এক কর্মীকে ঘটনায় আটক করা হয়েছে বলেও জানা গিয়েছে।

উল্লেখ্য, যে ইয়ানশানপু গ্রামে এই স্কুলটি অবস্থিত, সেই গ্রামটি নানয়াং নামক শহরের উপকণ্ঠে অবস্থিত। এই শহরের জনসংখ্যা প্রায় ১ কোটি। এদিকে সেই বোর্ডিং স্কুল সম্পর্কে খুব একটা তথ্য অনলাইনে উপলব্ধ নয়। স্কুলে কিন্ডাগার্টেন থেকে হাই স্কুলের পড়ুয়ারা পড়ে বলেই জানা গিয়েছে। এদিকে এই স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনায় চিনা সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। নেটিজেনরা অগ্নিকাণ্ডের ঘটা রুখতে কঠোর সুরক্ষা ব্যবস্থা কার্যকর করার দাবি জানান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে। উল্লেখ্য, প্রাণনাশী অগ্নিকাণ্ড চিনে কয়েকদিন পরপরই ঘটে থাকে। সেখানে অগ্নিনির্বাপক ব্যবস্থা খুব একটা পাকা-পোক্ত নয়। তাই এত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেখানে।

এর আগে গতবছর ২৬ নভেম্বর উত্তর চিনের শানশি প্রদেশে এক হাসপাতালে আগুন লেগেছিল। সেই অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু ঘটেছিল ২৬ জনের। তার আগে গত জুলা মাই সালে সেদেশের একটি স্কুলের জিমে ছাদ ভেঙে পড়েছিল এবং এর জেরে ১১ জনের মৃত্যু হয়েছিল। তার আগে জুন মাসে এক চিনা রেস্তোঁরায় বিস্ফোরণ ঘটেছিল, যার জেরে মৃত্যু হয়েছিল ৩১ জনের। তার আগে এপ্রিলে আরও এক হাসপাতালে অগ্নিকাণ্ড ঘটেছিল,সেই ঘটনায় মৃত্যু হয়েছিল ২৯ জনের।

Post a Comment

Previous Post Next Post