শীতের কলকাতায় সুপার অ্যাকশনে ED! রেশন দুর্নীতির তদন্তে ‘তুখোড় ইনপুট’ পেয়েই তেড়েফুঁড়ে হানা


খবর বাংলা সংবাদ ডিজিটাল :- একযোগে কলকাতার ৪ জায়গায় হানা ইডির । রেশন বণ্টন দুর্নীতির তদন্তে শীতের কলকাতায় দুরন্ত অ্যাকশনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবার সকালে সল্টলেক সেক্টর ফাইভ, চৌরঙ্গি-সহ কলকাতার ৪টি জায়গায় হানা কেন্দ্রীয় সংস্থার। রেশন দুর্নীতিতে ধৃত শঙ্কর আঢ্যকে দফায় দফায় জেরায় একাধিক তথ্য হাতে পেয়েছেন ইডির আধিকারিকরা। তারই ভিত্তিতে এই তল্লাশি অভিযান বলে ইডি সূত্রের দাবি।

রেশন দুর্নীতির তদন্তের জাল গোটাতে মরিয়া কেন্দ্রীয় সংস্থা ইডি । বাকিবুর রহমান, জ্যোতিপ্রিয় মল্লিকদের পর সর্বশেষ জালে বনগাঁর প্রাক্তন পুরপ্রধান তথা দাপুটে তৃণমূল নেতা শঙ্কর আঢ্য। বিদেশি মুদ্রা বিনিময়ের ব্যবসা রয়েছে তাঁর। শঙ্কর আঢ্যর দাবি, তাঁদের ব্যবসায় বিপুল টাকার লেনদেন অস্বাভাবিক ঘটনা নয়। তবে ইডি তাঁকে হেফাজতে নিয়ে দফায় দফায় জেরা করছে। তারই ভিত্তিতে এদিন শঙ্কর আঢ্যর চাটার্ড অ্যাকউন্ট্যান্ট অরবিন্দ সিংয়ের সল্টলেক সেক্টর ফাইভের অফিসে হানা দেয় ইডি।

সোমবার সকালে শঙ্কর আঢ্যর চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট অরবিন্দ সিংয়ের অফিসে হানা দেয় ইডি। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়েই চলে অভিযান। শঙ্কর আঢ্যর বিদেশি মুদ্রা বিনিময়ের ব্যবসা রয়েছে। তবে কি রেশন দুর্নীতির কালো টাকা সাদা হতো শঙ্করের বিদেশি মুদ্রা বিনিময়ের ব্যবসার হাত ধরেই? যদিও এখনও পর্যন্ত এব্যাপারে পাকা কোনও প্রমাণ হাতে আসেনি। তবে সন্দেহ বাড়ছে কেন্দ্রীয় সংস্থার। সেই কারণেই শঙ্কর আঢ্যর সিএ-র অফিসে হানা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

এছাড়াও এদিন কলকাতার চৌরঙ্গি লেনে শঙ্কর আঢ্যর আরও একটি অফিসে এদিন হানা দেয় ইডির অন্য দল। এই অফিসটি আগেই সিল করে দিয়েছিল ইডি। এছাড়াও এদিন রেশন বণ্টন দুর্নীতি মামলার তদন্তে কলকাতার আরও কয়েকটি জায়গায় এদিন হানা দিয়েছে ইডি।

এর আগে গত ৫ জানুয়ারি উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে রেশন দুর্নীতির তদন্তে অভিযানে গিয়েছিল ইডি। তৃণমূল নেতা শেখ শাহাজাহানের বাড়িতে অভিযান চালাতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতা হয় কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের। শাহাজাহান অনুগামীদের বেধড়ক মারে মাথা ফাটে এক ইডি আধিকারিকের। বেশ কয়েকজন জখমও হন। সেই ঘটনার ১০ দিনের মাথায় এবার কলকাতায় সুপার অ্যাকশনে ইডি।

Post a Comment

Previous Post Next Post