তীব্র রোদের তেজ, দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা



কলকাতা : আজ থেকে রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর। প্রয়োজন ছাড়া সকাল ১১ টা থেকে বিকেল চারটে পর্যন্ত রোদে না বেরনোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসক ও আবহাওয়াবিদরা। তবে সামান্য স্বস্তির খবর উত্তরবঙ্গের জন্য। বৃষ্টি চলবে উত্তরবঙ্গের উপরদিকের পাঁচ জেলায়। যদিও উত্তরবঙ্গের নিচের তিন জেলাতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। 

আপাতত তাপপ্রবাহ থেকে রেহাই নেই দক্ষিণবঙ্গের। শুক্রবার ১৯ এপ্রিলও দক্ষিণের সমস্ত জেলায় তাপপ্রবাহ বা তার অনুরূপ পরিস্থিতি বজায় থাকবে। তাই সপ্তাহশেষের ছুটিতেও স্বস্তির নিশ্বাস ফেলতে পারবে না বঙ্গবাসী। আপাতত তীব্র গরম, লু-এর মতো পরিস্থিতি, আর্দ্রতা ভোগাবে দক্ষিণবঙ্গকে। তবে ভোটের আবহে উত্তরবঙ্গেও আবহাওয়ার দিক থেকে স্বস্তির খবর নেই। আগামী ২০,২১ তারিখও একই পরিস্থিতি বজায় থাকবে। 

পশ্চিমের শুকনো হাওয়ায় গরম ও অস্বস্তি আরো বাড়বে বলেই ধারণা আবহাওয়া দফতরের । পশ্চিমের জেলাগুলিতে লু এর পরিস্থিতি তৈরি হতে পারে। তাপমাত্রা ৪২ ডিগ্রির ঘরে পৌঁছতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা শুক্রবার থেকে। 
পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম এই আট জেলায় চরম তাপপ্রবাহের সতর্কবার্তা। তাপপ্রবাহের সঙ্গে সঙ্গে লু বইবে। আপাতত শুক্রবার বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই দক্ষিণবঙ্গে।

তবে এরই মধ্যে স্বস্তির সঙ্কেত কয়েকটি জেলার জন্য।  ২২ এপ্রিল দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় খুব হালকা এক দুই পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তার জেরে তাৎপর্যপূর্ণ ভাবে পারদ পতনের সম্ভাবনা নেই।  

শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে, আশঙ্কা আবহাওয়াবিদদের। এদিন আকাশ সারাদিন পরিষ্কার থাকবে। গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে। শহরে সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ২৫ থেকে ৮৯ শতাংশ। 




Post a Comment

Previous Post Next Post