মুখ্যমন্ত্রী নির্দেশ 10 দিনের মধ্যে বাজার দর কমাতে হবে।।


 


মুখ্যমন্ত্রী নির্দেশ 10 দিনের মধ্যে বাজার দর কমাতে হবে।। 

অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে কড়া নজরদারি চালানোর নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। 

এরপরই ট্যাক্স ফোর্স, কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ যৌথ উদ্যোগে শহরের বিভিন্ন বাজারে হানা দিচ্ছে। 

সবজির দাম অতিরিক্ত নিলে চলছে ধমক। ব্যবসায়ীদের জেলে ভরে দেওয়ার হুমকি। 

তবে বিগত কয়েক দিন ধরে বাজার পরিদর্শনের জোরে দাম কমতে শুরু করেছে। নজরদারি থাকলে যে বাজারদর নিয়ন্ত্রণে থাকে তেমনটা মানছে টাক কোর্সের অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলে।

নজরদারির অভাবে এতদিন ছিল আকাশ ছোঁয়া বাজার দর।


লেক মার্কেট আজকের বাজার দর 

বেগুন ১২০

টমেটো 70

উচ্ছে 60

লাউ 40-50

গাজর 60

পটল 40

ক্যাপসিকাম 80

ব্রোকলি 400

বিন্স 100

বরবটি 60

শশা 40-60

কুমড়ো 25

চিচিংগা 50

কাঁচা লঙ্কা 100

Post a Comment

Previous Post Next Post