খবর বাংলা ডিজিটাল ডেস্ক : ত্রিপুরায় পড়ুয়াদের মধ্যে মাত্রাছাড়া HIV সংক্রমণ ঘিরে উদ্বেগ। সব মিলিয়ে ৮২৮ জন পড়ুয়ার শরীরে HIV সংক্রমণ ধরা পড়েছে বলে খবর। এর মধ্যে ৪৭ জনের মৃত্যুও হয়েছে বলে জানা গিয়েছে। বিষয়টি সামনে আসতেই বিতর্ক শুরু হয়েছে। Tripura State AIDS Control Society যে পরিসংখ্যান তুলে ধরেছে, তা নিয়ে সাফাই দিয়েছে রাজ্য সরকার। পরে, Tripura State AIDS Control Society জানায়, ওই পরিসংখ্যান ২০০৭ সালের এপ্রিল থেকে ২০২৪ সালের মে মাস পর্যন্ত সময়কালের। তবে গত এক বছরের যে হিসেব দিয়েছে তারা, তা-ও উদ্বেগ বাড়িয়েছে।
Tripura State AIDS Control Society-র তরফে পড়ুয়াদের মধ্যে HIV সংক্রমণের বিষয়টি তুলে ধরা হয়। রাজ্যের ১৬৪টি স্বাস্থ্যকেন্দ্র থেকে তথ্য সংগ্রহ করে পরিসংখ্য়ান প্রকাশ করা হয়েছে বলে জানায় তারা। বিষয়টি সামনে আসার পরই আতঙ্ক ছড়িয়েছে রাজ্যবাসীর মধ্যে। সেই আবহেই সাফাই দিয়েছে ত্রিপুরার মানিক সাহার সরকার। (Tripura HIV Report) তাদের দাবি, রিপোর্টে যে ৮২৮ জনের কথা বলা হয়েছে, তাঁদের মধ্যে ৫৭২ জন জীবিত রয়েছেন। মারা গিয়েছেন ৪৭ জন। অনেকেই উচ্চশিক্ষার জন্য দেশের অন্যত্র চলে গিয়েছেন।
Tripura State AIDS Control Society- জানিয়েছে, বিবৃতিতে জানিয়েছে, ART সেন্টারগুলিতে ওই ৮২৮ জনের নাম নথিভুক্ত হওয়ার কথা জানিয়েছে তারা, যাঁদের অ্যান্টি রেট্রোভাইরাল চিকিৎসা চলছে। গত দু'বছরের হিসেব দিয়ে তারা জানিয়েছে, ২০২২-'২৩ সালে ত্রিপুরায় ১৮৪৭ পড়ুয়ার শরীরে HIV সংক্রমণ ধরা পড়ে এবং তাঁদের মধ্যে ৬৭ জনের মৃত্যু হয়। ২০২৩-'২৪ সালে ত্রিপুরায় নতুন করে সংক্রমিত হন ১৭৯০ জন, যাঁদের মধ্যে ৪৪ জন মারা যান।