২০২৮-র লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত হতে চলেছে পরবর্তী অলিম্পিক। সেখানে যে ক্রিকেটের বল গড়াবে, তা ইতিমধ্যেই ঘোষিত। তার পর ২০৩০ সালে যুব অলিম্পিক হতে চলেছে। যা আয়োজন করতে উঠেপড়ে লেগেছে ভারত। এবং সূত্রের খবর, যুব অলিম্পিকেও ক্রিকেটকে অন্তর্ভুক্ত করানোর চেষ্টা চলছে।
২০৩৬ সালের অলিম্পিক আয়োজন করতে আগ্রহ দেখিয়েছে। স্বাধীনতা দিবসে মুখ্যমন্ত্রীর ভাষণেও উঠে এসেছে সেই কথা। তার আগে ২০৩০-র যুব অলিম্পিক আয়োজন করে প্রস্তুতি সেরে রাখার পরিকল্পনা চলছে। মুম্বই শহরকে সামনে রেখে এগোতে চাইছে আইওএ। তার সাফল্যের উপর নির্ভর করবে ভারতের মাটিতে ২০৩৬ অলিম্পিকের ভবিষ্যৎ।
তার আগেই ২০৩০-এ যুব অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করতে চাইছে আইসিসি। সূত্রের খবর, নিয়ামক সংস্থার উন্নয়নমূলক বিভাগের কর্তা উইলিয়াম গ্লেনরাইট এই পরিকল্পনা নিয়ে যথেষ্ট আশাবাদী। আইওসি-র সঙ্গে আলোচনা শুরু করলে ফল যে ইতিবাচক হবে, সেটাও জানাচ্ছেন তিনি। আইসিসি প্রস্তাব দিয়েছে এখানে পুরুষ ও মহিলাদের মোট ৬টি করে দল পাঠানো হোক। কারণ আইওসি থেকে মোট প্রতিযোগীর সংখ্যা বেঁধে দেওয়া হয়েছে।
গত বছর মুম্বইয়ে বসেছিল আইওসি-র সভা। সেখানেই জানিয়ে দেওয়া হয়েছিল, ২০৩০-র যুব অলিম্পিক ও ২০৩৬-র অলিম্পিক আয়োজনে বিড করতে চায় ভারত। সেই প্রসঙ্গে বিবেক গোপানাল আইসিসির আধিকারিককে জানিয়েছেন, ২০৩০-র যুব অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার জন্য মুম্বইয়ের থেকে ভালো ভেন্যু আর হতে পারে না। উল্লেখ্য, ২০২৮-র অলিম্পিকে টি-টোয়েন্টি ক্রিকেট খেলা হবে। শেষবার অলিম্পিকে ক্রিকেট ছিল ১৯০০ সালে।