আরজিকরে দুষ্কৃতী তাণ্ডব কাণ্ডে গ্রেফতার আরও ৯, 'পুলিশকে মারধরের ঘটনায়..'



কলকাতা: আর জি কর হাসপাতালে বেলাগাম দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় আরও ৯ জন গ্রেফতার। জরুরি বিভাগে ব্যাপক ভাঙচুর, পুলিশকে মারধরের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল ১৯। তাণ্ডবে অভিযুক্তদের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে আগেই সন্ধান চেয়েছিল পুলিশ। পুলিশ সূত্রে খবর, ছবি দেখেই অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে। 

পুলিশের সামনেই প্রায় ৪০ মিনিট ধরে চলে কয়েকশো লাঠিধারীর তাণ্ডব

মাঝরাতে RG কর মেডিক্যাল কলেজে পুলিশের সামনেই প্রায় ৪০ মিনিট ধরে চলে কয়েকশো লাঠিধারীর তাণ্ডব। ভাঙচুর চলল জরুরি বিভাগ থেকে মেডিসিন সেন্টার। তছনছ করে দেওয়া হল জুনিয়র ডাক্তারদের আন্দোলন মঞ্চ। নেপথ্যে রাজনীতি দেখছে আন্দোলনকারীদের একাংশ। এই ঘটনায় এখনও অবধি ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এক লজ্জার প্রতিবাদের মাঝেই আরেক লজ্জা!আর জি কর-কাণ্ডের বিচারের দাবিতে, গোটা রাজ্য়ে, গোটা দেশে মেয়েরা যখন রাতের দখল নিয়েছে, তখন সেই আর জি কর হাসপাতালেই ঘটল আরেক জঘন্য় ঘটনা। পুলিশের সামনেই সেখানে অবাধে তাণ্ডব চালাল দুষ্কৃতীরা।



Post a Comment

Previous Post Next Post