এবার রাজ্য অর্থোপেডিক অ্যাসোসিয়েশন থেকে ‘বিতাড়িত’ সন্দীপ ঘোষ, আজ ফের CBI তলব



আরও বিপাকে আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডা. সন্দীপ ঘোষ। এবার রাজ্য অর্থোপেডিক অ্যাসোসিয়েশন থেকে বের করে দেওয়া হল তাঁকে। তরুণী চিকিৎসকে ধর্ষণ-খুনের ঘটনায় নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাঁর সঙ্গে সংগঠন কোনও সম্পর্ক রাখবে না। শনিবার বিজ্ঞপ্তি জারি করে সাফ জানিয়ে দিয়েছে সংগঠন।

চিকিৎসক সংগঠনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আর জি কর কাণ্ডে নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত সন্দীপের সঙ্গে কোনও সম্পর্ক রাখা হবে না। সংগঠনের কোনও কনভেনশনে যোগ দিতে পারবেন না। সংগঠন সম্পর্কে মন্তব্য করতে বা পরামর্শও দিতে পারবেন না ডা. সন্দীপ ঘোষ। হাসপাতালের নৃশংসতা নিয়ে তাঁর অবস্থান ও ব্যাখ্যা জানতে চেয়েছে সংগঠন। গতকাল কেপিসি মেডিক্যাল কলেজে বৈঠকে বসেছিলেন সংগঠনের নেতৃত্ব। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

আরজি করে মহিলা চিকিৎসককে যৌন নির্যাতন ও খুনের ঘটনায় শুরু থেকেই সিবিআইয়ের নজরে সন্দীপ। তদন্তভার হাতে নেওয়ার পর মাঝ রাস্তা থেকে তাঁকে তুলে নিয়ে গিয়েছিলেন সিবিআইয়ের আধিকারিকরা। আপাতত পর পর দুদিন সিবিআইয়ের ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন সন্দীপ। রবিবার ফের তাঁকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। 

Post a Comment

Previous Post Next Post