‘বিনীতকে দেওয়া পদক দু’টি ফিরিয়ে নিন’, রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিল শুভেন্দু


খবর বাংলা ডিজিটাল ডেস্ক : আরজি কর-কাণ্ডে কলকাতা পুলিশের ভূমিকায় ক্ষোভ সব মহলেই। লালবাজার অভিযানে গিয়ে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে মেরুদণ্ডও উপহার দিয়ে পদত্যাগের দাবি জানিয়ে এসেছেন জুনিয়র ডাক্তাররা। এই আবহে এবার বিনীতকে দেওয়া রাষ্ট্রপতির জোড়া পদক কেড়ে নিতে বলে রাষ্ট্রপতি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বৃহস্পতিবার শুভেন্দু তাঁর এক্স হ্যান্ডলে পোস্ট করে লেখেন, 'বিনীতের নেতৃত্বাধীন কলকাতা পুলিশ আরজি কর-কাণ্ডের তদন্তে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। পুলিশি কৃতিত্বের ওই পদক পাওয়ার ‘যোগ্য নন’ তিনি। 

পুলিশের কাজের কৃতিত্বকে সম্মান জানাতেই ভারতের রাষ্ট্রপতি ‘প্রেসিডেন্ট পুলিশ মেডেল’ এবং ‘পুলিশ মেডেল’ দেওয়ার নিয়ম চালু করেছে। শুভেন্দুর ব্যাখ্যা, 'ওই মেডেলের কৃতিত্ব কারও একার নয়। সব সময়েই দলগত'। 

সম্মান জানানোর ক্ষেত্রে দলের বদলে পুলিশের পদাধিকারীকে ওই পদকের পাশাপাশি নানা সুযোগ সুবিধা এবং আর্থিক পুরস্কারও দেওয়া হয়। শুভেন্দু জানিয়েছেন, ২০১৩ এবং ২০২৩ সালে বিনীতও পুলিশের কৃতিত্ব জনিত ওই দু’টি সম্মান লাভ করেছিলেন। কিন্তু তিনি ওই পদকের মর্যাদা রাখতে পারেননি বলেই মনে করেন শুভেন্দু। 

তিনি আরও লেখেন, ‘বহু সংবাদমাধ্যমের রিপোর্টে এত দিনে স্পষ্ট, কীভাবে পুলিশ কমিশনের অপরাধস্থলের তথ্য ও প্রমাণ বিকৃত করে তদন্ত প্রক্রিয়ার ক্ষতি করতে চেয়েছিলেন। তাই তিনি ওই পদক রাখার যোগ্য নন। তিনি নিজের কাজের জন্য শুধু নিজের নাম নয় কলকাতা পুলিশের ১৬৮ বছরের সুনামও ডুবিয়েছেন।’

সঙ্গে তিনি উল্লেখ করেন, ‘ওই পদকের যে নির্দেশিকা, তাতে বলা আছে, ওই পদকের অধিকারী অসততার অভিযোগে দোষী হলে অথবা কাজের ক্ষেত্রে কাপুরুষতার পরিচয় দিলে তাঁর কাছ থেকে ওই পদক প্রত্যাহার করে নেওয়া হতে পারে।’ এ কথা মনে করিয়ে দিয়েই দ্রৌপদী মুর্মুকে চিঠি দেন শুভেন্দু।

যেহেতু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্ত্রকের অধীনে থাকে দেশের পুলিশ বাহিনী, তাই রাষ্ট্রপতির পাশাপাশি অমিত শাহকে চিঠি দেন শুভেন্দু। 

Post a Comment

Previous Post Next Post