গ্রেপ্তার আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ


খবর বাংলা ডিজিটাল ডেস্ক : গ্রেপ্তার আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সোমবার সন্ধেবেলা সিজিও কমপ্লেক্স থেকে তাঁকে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়। আরজি কর কাণ্ডের ২৬ দিনের মাথায় গ্রেপ্তার করা হল সন্দীপকে। 

 
সোমবার পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি তুলেছেন জুনিয়র চিকিৎসকরা। লালবাজারের আগে তাঁদের মিছিল আটকে দেওয়া হলে, সেখানেই অবস্থান বিক্ষোভ দেখান তাঁরা। দাবি তোলেন নির্দিষ্ট সময়ের মধ্যে অবস্থানস্থলে পুলিশ কমিশনারকে আসতে হবে, অন্যথায় পদত্যাগ করতে হবে তাঁকে। সময় পেরিয়ে যাওয়ার পরেও চলছে আন্দোলন। তার মাঝেই গ্রেপ্তার সন্দীপ ঘোষ। 

Post a Comment

Previous Post Next Post