জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযানে গিয়ে রোষের মুখে প্রাক্তন বিচারপতি অভিজিৎ



জুনিয়র ডাক্তারদের বিক্ষোভে গিয়ে ‘গো ব্যাক’ স্লোগান শুনলেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর সঙ্গে কথা বলা তো দূরে থাক, বিক্ষোভকারীরা তাঁকে আন্দোলনস্থল ছেড়ে চলে যেতে বলেন। জুনিয়র ডাক্তারদের কথা মেনে সেখান থেকে চলেও যান প্রাক্তন বিচারপতি। তবে সংবাদমাধ্যমকে তিনি জানান, আন্দোলনকারীদের প্রতি সহানুভূতিশীল। সমব্যথী।

সোমবার লালবাজার অভিযানের ডাক দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। ফিয়ার্স লেনে তাঁদের আটকে দেওয়া হয়। সেখানেই বসে পড়েন আন্দোলনকারীরা। রাতভর অবস্থান করবেন। সেখানে পৌঁছে যান সোহিনী সরকারের মতো তারকারা। হাজির হয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু সঙ্গে সঙ্গে তাঁকে সেখান থেকে বেরিয়ে যেতে বলেন প্রতিবাদীরা। কয়েকজন মিলে ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন। মাইকিং করে বলে হতে থাকে, “একজন রাজনীতিবিদ এসেছেন। তাঁকে বলব এখান থেকে চলে যেতে। আন্দোলনের সঙ্গে রাজনীতিকে জড়িয়ে দেবেন না।” সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে যান অভিজিৎ। গোটা ঘটনার ভিডিওটি পোস্ট করা হয়েছে তৃণমূলের তরফে।

পরে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন,”আন্দোলনকারীদের পাশে আছি। ওঁদের নৈতিকভাবে সমর্থন করি। তাই এসেছিলাম। ওঁরা বুঝতে পারবে আমি ওঁদের শত্রু নই। ওঁদের সমব্যথী ছিলাম।” 

Post a Comment

Previous Post Next Post