বর্ষশেষে বেঙ্গল সাফারির রেকর্ড লক্ষ্মীলাভ



পর্যটন মরশুম শুরু হতেই ভিড় উপচে পড়েছে শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে। পরিসংখ্যান বলছে, এক-একদিনে গড়ে টিকিট বিক্রি হচ্ছে প্রায় ৫ থেকে ৬ লক্ষ টাকার। তবে বছরের শেষ রবিবার পরিসংখ্যান ছাপিয়ে গেল। বেঙ্গল সাফারি পার্কের রাজ্য বন বিভাগের সচিব সৌরভ চৌধুরি জানিয়েছেন, রবিবার টিকিট বিক্রি হয়েছে ১০ লক্ষ ২৩ হাজার টাকার। এদিন পর্যটকের সংখ্যা ছিল ৬ হাজার ১৮ জন। ২৪ ডিসেম্বর থেকে ভিড় বেড়েছে সাফারিতে। ২৫ ডিসেম্বর ৫১০০ দর্শক এসেছিলেন। ২৪ ও ২৫ ডিসেম্বর এই দু’দিন মিলিয়ে টিকিট বিক্রি হয়েছিল ১১ লক্ষ টাকার।

অন্যান্যবারের রেকর্ডকে ছাপিয়ে এবার এই পার্ক থেকে ৭ কোটি টাকা আয় হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, পযর্টকদের কাছে বেঙ্গল সাফারিকে আরও আকর্ষণীয় করে তুলতে একাধিক নতুন জন্তু আনা হয়েছে। বাঘ, হাতি, রেড পান্ডার ছানা, ভালুক, কুমির, হরিণদের দেখতে ভিড় জমান পর্যটকেরা। ছোটদের কাছে বেঙ্গল সাফারি মূল আকর্ষণ। কর্তৃপক্ষের মতে, এবার পার্কে অন্যান্যবারের তুলনায় অনেক বেশি ভিড় হচ্ছে। পার্ক কর্তৃপক্ষের বক্তব্য, রবিবার এবং ছুটির দিন থাকলে সেখানে বেশি ভিড় হচ্ছে। সাধারণত সোমবার পার্ক বন্ধ থাকে। তবে এখন উৎসবের মরশুমে সোমবার এই পার্ক খোলা থাকছে। এখনও পর্যন্ত চলতি আর্থিক বছরে এই পার্ক থেকে ৫ কোটি টাকা আয় হয়েছে। বছর শেষ হতে আরও কয়েকদিন বাকি। ফলে উৎসবের মেজাজ বজায় রাখতে সোমবার ও খোলা থাকছে পার্ক! ফলে এই দু’দিন ভিড়ের রেকর্ড ছাপিয়ে যাবে বলে মনে করছে কর্তৃপক্ষ

Post a Comment

Previous Post Next Post