‘বাবা’র জায়গায় নাম রয়েছে ‘দাদু’র, বিপাকে ২০০ ভোটার, BLO-র বাড়ি ঘেরাও করে বিক্ষোভ


‘দাদু’ হয়ে গিয়েছেন ‘বাবা’। এক-দু’জনের নয়। হাওড়ার সাঁকরাইলে কমবেশি ২০০ ভোটারের নয়া বিপত্তি। কেন এমন হলো বুঝতে পারছেন না ভোটাররা। ঘটনার প্রতিবাদে শনিবার ডোমজুড়ে স্থানীয় BLO-র বাড়ি ঘেরাও করে বিক্ষোভ এলাকবাসীর। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

জানা গিয়েছে, সাঁকরাইল বিধানসভার মহিয়াড়ি দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৩ নম্বর পার্টের প্রায় ২০০ ভোটারের এ হেন সমস্যা তৈরি হয়েছে। বাসিন্দাদের দাবি, সকলেরই খসড়া ভোটার তালিকায় নাম উঠেছিল। তা সত্ত্বেও তাঁদের শুনানিতে ডাকা হয়েছে। শুনানির নোটিস পাওয়ার পরেই সকলে লক্ষ্য করেন, একই ধরনের সমস্যা সকলের। প্রত্যেকে ভোটারের ‘দাদু’কে খসড়া তালিকায় ‘বাবা’ হিসেবে দেখানো হয়েছে। ফলত, দুই প্রজন্মের বয়সের ফারাক হয়ে গিয়েছে অনেকটাই। যে কারণে শুনানিতে ডেকে পাঠিয়েছে কমিশন।

স্থানীয় ভোটার অনন্যা সাহা বলেন, ‘আমার মা-বাবার ২০০২ সালের তালিকায় নাম ছিল। আমার সব তথ্য ঠিক রয়েছে। কিন্তু এর পরেও আমার দাদুর নাম, আমার বাবার নামের জায়গায় দেওয়া হয়েছে। আমাদেরকে শুনানিতে দেখে কেন হয়রানি করা হবে?’ আরেক ভোটার গৌতম সাহা বলেন, ‘আমরা ঠিকঠাক ফর্ম ফিলআপ করেছিলাম। কিন্তু BLO অ্যাপে দাদুকে আমার বাবার জায়গায় দেখানো হয়েছে। BLO-র তরফেই এই ভুল করা হয়েছে। সেই কারণেই আমরা BLO-র কাছে এসেছি।’

স্থানীয় BLO কবিতা সাহা বলেন, ‘আমি অনেকটা পরে কাজ শুরু করেছি। কাজ করতে গিয়ে কয়েকজনের ক্ষেত্রে এই ভুলটা হয়ে যেতে পারে। তবে শুনানির পরে এই সমস্যা দূর হয়ে যাবে।’

Post a Comment

Previous Post Next Post