আর জি কর ধর্ষণ ও খুন মামলায় সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের জামিন হতেই ফুঁসে উঠেছে চিকিৎসকদের সংগঠন। ফের ধরনার পথে হাঁটার সিদ্ধান্ত নেন তাঁরা। ১৮ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত ধর্মতলায় ধর্নার অনুমতি চেয়ে চিঠি দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনারকে। তাতে কাজ না হওয়ায় এবার হাই কোর্টের দ্বারস্থ হলেন জুনিয়র ডাক্তাররা। আগামিকাল শুনানির সম্ভাবনা।