শতবর্ষ পেরিয়েছে টালার জলাধার ও পাইপলাইনের বয়স। তাই মাঝেমধ্যেই টালা-সহ সেইসব পাইপলাইনে সাফাই ও মেরামতির কাজ করতে হয়। সোমবার সকাল ৯টা থেকে সারাদিন বন্ধ রইল টালা জলাধার থেকে সমস্তরকম জল সরবরাহ। কলকাতা পুরসভার পানীয় জল সরবরাহ বিভাগ সূত্রে জানা গিয়েছে, এদিন টালা জলাধারের পুরনো ভালভ মেরামতের পাশাপাশি লাগানো হয়েছে নতুন আরও বেশি ডায়ামিটারের ভালভ। একইসঙ্গে ইলেক্ট্রো-মেকানিক্যাল ডিভাইস, এইচটি পাম্প, হাইভোল্টেজ মোটর এবং অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রাংশের মেরামতিও করা হয়েছে।
বহু যুগ পুরনো বিভিন্ন পাইপলাইনে বেশ কিছু ফাটলও ধরেছিল। যার ফলে জল অপচয় হচ্ছিল। সেসব লিকেজ সারাই থেকে শুরু করে অন্যান্য রক্ষণাবেক্ষণের কাজও হয়েছে এদিন। এছাড়াও পলতা জলপ্রকল্প থেকে টালা জলাধারের সংযুক্তকারী বিভিন্ন পাইপলাইনও পরিষ্কার করা হয়েছে। এর জন্য পলতা জলপ্রকল্পের একাংশও বন্ধ রাখা হয়েছিল এদিন। আজ মঙ্গলবার থেকে ফের পুরোপুরি স্বাভাবিক হবে শহরে পানীয় জল সরবরাহ।