টাকা বাঁচানোর প্রাণপণ চেষ্টা, মহিলাকে টেনে-হিঁচড়ে নিয়ে গেল বাইক, রোমহর্ষক ছিনতাই চোপড়ায়



মাথা ঢাকা হেলমেটে। মহিলার পাশে এসে গা ঘেঁষে দাঁড়ায় বাইক আরোহী। পেছনের আসনেও ছিল আর একজন। মহিলার হাতে থাকা ব্যাগ ধরেই হ্যাঁচকা টান। ব্যাগটি প্রাণপণে ধরে রেখেছিলেন মহিলা। মহিলাকে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে টেনে নিয়ে যায় বাইকটি। বাধ্য হয় ব্যাগটি ছেড়ে দিলে বাইক নিয়ে ধাঁ দুই ছিনতাইবাজ। বৃহস্পতিবার দিনে দুপুরে ভয়াবহ ছিনতাইয়ের ঘটনা উত্তর দিনাজপুরের চোপড়ায়। ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।

উত্তর দিনাজপুরের চোপড়ার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে স্বনির্ভর গোষ্ঠীর সদস্য তুলসী রায় প্রায় দেড় লক্ষেরও বেশি টাকা তোলেন। নিজের কাছে গোষ্ঠীর আরও কিছু টাকা ছিল। মোট আড়াই লক্ষ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। চোপড়া থানার কলাগছ গ্রামের কাছে দুই দুষ্কৃতী ব্যাগ টেনে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তুলসী দেবীকে টেনে-হিঁচড়ে কয়েক মিটার দূরে নিয়ে গেলেও তুলসীদেবী ব্যাগ ছাড়েননি। শেষ মুহূর্তে রাস্তায় পাল্টি খেয়ে ছিটকে পড়েন তিনি। টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। আশেপাশের লোকজন বাইকটি ঘিরে ধরে আটকানোর চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি।

ঘটনার পরেই হইচই পড়ে যায় গোটা এলাকায়। তুলসী দেবী বলেন, ‘আমি দোকান থেকে জিনিস কিনে টাকা বের করতে যাব। সেই সময়ে পাশেই দাঁড়িয়ে থাকা বাইক থেকে এক জন ব্যাগটা টেনে ধরে। ব্যাগটা না ছেড়ে ওর (ছিনতাইবাজ) হাতটা চেপে ধরেছিলাম। কিন্তু ব্যাগটা ছাড়াতে পারিনি। ব্যাগটা টেনে নিয়ে চলে গেল।’

খবর পেয়ে ঘটনাস্থলে যায় চোপড়া থানার পুলিশ। রাস্তার দু’পাশের সিসিটিভিতে ছিনতাইয়ের ঘটনাটি রেকর্ড হয়েছে। ফুটেজ দেখে বাইকটিকে চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি। ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ শেরপা বলেন, ‘একটা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আমরা তদন্ত শুরু করেছি। সব দিক খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীরা খুব তাড়াতাড়ি ধরা পড়বে।’

Post a Comment

Previous Post Next Post