বারুইপুর: ফের বাজি ব্যবসায়ীর বাড়িতে বিস্ফোরণ। শনিবার দুপুরে চম্পাহাটির হাঁড়ালে এলাকার বাজি কারখানায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। সূত্রের দাবি, সকেট বাজি তৈরির সময় এক মহিলার মৃত্য়ু হয়েছে। তিনজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
বিস্ফোরণটি ঘটেছে বারুইপুর থানার চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের হাড়াল গ্রামের সরদার পাড়ার ব্যবসায়ী পিন্টু মণ্ডলের বাড়িতে। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটি ভেঙে চুরমার হয়ে যায়। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। পুড়ে খাক হয়ে যায় বাড়িটি।