বীরভূমে কচ্ছপের মাংস খেয়ে মৃত প্রৌঢ়, হাসপাতালে ভর্তি পরিবারের ৫জন



সিউড়ি: কচ্ছপের মাংস ও খিচুড়ি খেয়ে বীরভূমে মৃত্যু হল এক ব্যক্তির। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি একই পরিবারের ৫জন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আরও কেউ এই মাংস খেয়ে অসুস্থ কি না খতিয়ে দেখা হচ্ছে।

জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম স্বাধীন বাগদি। বয়স ৪৮ বছর। তিনি বীরভূমের কাঁকড় থানার দুবরাজপুরের বাসিন্দা। দুবরাজপুর হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁর স্ত্রী মটরা বাগদি ও আত্মীয় ভুবন বাগদি। তাছাড়াও নাগড়াহাসপাতালে ভর্তি আরও তিনজন। দুই-তিন আগে একই পরিবারের সদস্যরা রাতে কচ্ছপের মাংসের সঙ্গে খিচুড়ি খায়। তারপরই সেই দিন রাত থেকেই তাঁদের প্রত্যেকের বমি, পায়খানার উপসর্গ দেখা দেয়। তাঁদের নাগড়াখানা হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে স্বাধীন ও মটর বাগদির শারীরিক অবস্থার অবনতি হলে সিউড়ি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শুক্রবার রাতে স্বাধীনকে বর্ধমান হাসপাতালে রেফার করা হয়। সেখানেই শনিবার তাঁর মৃত্যু হয়।

Post a Comment

Previous Post Next Post